ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

‘আমরা কোনো ষড়যন্ত্রের ফাঁদে পা দেব না’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২৪
‘আমরা কোনো ষড়যন্ত্রের ফাঁদে পা দেব না’

বরিশাল: বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় নগরের ফারিয়া কমিউনিটি সেন্টারে এ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে জামায়াতে ইসলামী বরিশাল মহানগরের আমির ও কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চল পরিচালক অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য এ কে এম ফখরুদ্দিন খান রাজি।

বক্তারা বলেন, ফ্যাসিস্টরা পালিয়ে গিয়েও ষড়যন্ত্র বন্ধ করেনি। তাই জামায়াতের প্রতিটি কর্মীকে সচেতন থাকতে হবে। আমরা কোনো ষড়যন্ত্রের ফাঁদে পা দেব না।

তারা আরও বলেন, আমরা প্রত্যেকে নিজেদের আমল, আখলাক, ইমানকে আরও মজবুত করে আল্লাহর জন্য নিজেকে তৈরি করবো।

এ সময় আরও উপস্থিত ছিলেন- জামায়াতে ইসলামী বরিশাল মহানগরের সহকারী সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান, মহানগর কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, অধ্যাপক মাওলানা হাবিবুর রহমানসহ অন্যরা।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০২৪
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।