ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

হত্যাকাণ্ডের বিচার ও সংস্কারের রোডম্যাপ ঘোষণার দাবিতে ২১ সেপ্টেম্বর সিপিবির সমাবেশ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৪
হত্যাকাণ্ডের বিচার ও সংস্কারের রোডম্যাপ ঘোষণার দাবিতে ২১ সেপ্টেম্বর সিপিবির সমাবেশ

ঢাকা: জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের বিচার, সংস্কারের রোডম্যাপ ঘোষণা ও নির্বাচনী সংস্কার নিয়ে রাজনৈতিক দল ও অন্যান্য শ্রেণিপেশার মানুষের সঙ্গে আলোচনা শুরুর দাবিতে আগামী ২১ সেপ্টেম্বর সারাদেশে জেলা-উপজেলায় সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

বৃহস্পতিবার ( ১৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মো. শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স দেশবাসীর প্রতি এ কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে নেতারা বলেন, অবিলম্বে পাচারকৃত টাকা ফেরত আনা, পাচারকারী ও ঋণ খেলাপীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। মুক্তিযুদ্ধের ইতিহাস-ঐতিহ্যর ওপর আঘাত ও সংখ্যালঘু সম্প্রদায়, মন্দির ও মাজারে হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠা তথা গণঅভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়ন করতে হলে সর্বক্ষেত্রে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। এসব দাবি নিয়ে আগামী ২১ সেপ্টেম্বর বিকেল ৩টায় ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে। এছাড়া ওইদিন দেশব্যাপী জেলা-উপজেলায় সমাবেশ-বিক্ষোভ কর্মসূচি পালিত হবে।

বিবৃতিতে নেতারা দেশের সর্বস্তরের জনগণকে ওই কর্মসূচিতে অংশগ্রহণ করে গণঅভ্যুত্থানের চেতনা এবং স্বপ্ন বাস্তবায়নের কাজকে ত্বরান্বিত করার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৪
এসকে/জেএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।