ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

হাসিনার বিচার না হলে দেশের মানুষ আন্দোলনের সুফল পাবে না: এ্যানি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২৪
হাসিনার বিচার না হলে দেশের মানুষ আন্দোলনের সুফল পাবে না: এ্যানি

লক্ষ্মীপুর: খুনি হাসিনা ও তার দোসরদের বিচারের আওতায় আনতে হবে। অন্যথায় দেশের মানুষ আন্দোলনের সুফল পাবে না বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের ধন্যপুর গ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শহীদ পারভেজ হোসেনের কবর জিয়ারত শেষে এই কথা বলেন তিনি।

এ্যানি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে যারা শহীদ হয়েছেন। তাদের সবার পরিবারকে রাষ্ট্রীয়ভাবে সহযোগিতা করতে হবে। হাসিনার আমলে দায়ের করা ছাত্রজনতার বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করতে হবে।  

দলীয় নেতাকর্মীদেরকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, সময় পাল্টেছে। এখন আর পুরান ধারার রাজনীতি করার সুযোগ নেই। সবাইকে নতুন বাংলাদেশ গড়ার জন্য নতুন ধারার রাজনীতিতে যুক্ত হতে হবে। নতুন যারা রাজনীতিতে এসেছে, তাদের জোরালো ভূমিকা রাখতে হবে। বিগত সরকারের পেটুয়া বাহিনীর মতো হলে চলবে না। কাউকে আইন হাতে তুলে নিতে দেওয়া হবে না। অপরাধীদের আইন প্রয়োগকারী সংস্থার হাতে তুলে দিতে হবে।

পরে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি শহীদ পারভেজের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন।

এ সময় শহীদ পারভেজের বাবা নবীউল্লা উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, আমার ছেলে শহীদ হয়েছে। বাংলার জমিনে এভাবে আর যেন কোনো মায়ের বুক খালি না হয়, কোনো বাবা যেন সন্তানহারা না হয়। আমি খুনি হাসিনার ফাঁসি চাই।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, জেলা বিএনপি নেতা নিজাম উদ্দিন ভুঁইয়া, অহিদ উদ্দিন হ্যাপি চৌধুরী, চন্দ্রগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক ভিপি বেল্লাল হোসেন, সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু, যুগ্ম আহ্বায়ক ইউছুফ ভুঁইয়া এসময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।