ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণকারী ফেনীর ছাত্রলীগ নেতা ঢাকায় গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, অক্টোবর ১, ২০২৪
ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণকারী ফেনীর ছাত্রলীগ নেতা ঢাকায় গ্রেপ্তার

ঢাকা: ফেনীতে অভ্যুত্থানের সময় ছাত্র-জনতাকে লক্ষ্য করে গুলিবর্ষণকারী ছাত্রলীগের পৌর শাখার সাধারণ সম্পাদক ওসমান গনি লিটনকে ঢাকায় গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

মঙ্গলবার (১ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব সদরদপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক আ ন ম ইমরান খান এ তথ্য নিশ্চিত করেন।  

তিনি জানান, ৪ আগস্ট ফেনীর মহিপাল এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলা, গুলিবর্ষণ ও হত্যার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ভিডিও পর্যালোচনা করে লিটনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর বাড্ডা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃত্বে ৪ আগস্টের ওই বর্বরোচিত হামলায় ৯ আন্দোলনকারী প্রাণ হারান। অবশ্য পরদিন ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতন ঘটলে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা আত্মগোপন করেন। কেউ কেউ পালিয়ে বিদেশে চলে গেছেন বলেও জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, অক্টোবর ০১, ২০২৪
এমএমআই/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।