ঢাকা, শুক্রবার, ২৩ কার্তিক ১৪৩১, ০৮ নভেম্বর ২০২৪, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ফেনী-৩ আসনের সাবেক এমপি রহিম উল্লাহ গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২৪
ফেনী-৩ আসনের সাবেক এমপি রহিম উল্লাহ গ্রেপ্তার

ফেনী: ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনের সাবেক সংসদ সদস্য ও জেদ্দা আওয়ামী লীগের সাবেক সভাপতি রহিম উল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১২ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর নিজ বাসা থেকে তাকে আটক করে র‌্যাব-২ এর একটি দল।

র‍্যাব-২-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শিহাব করিম গণমাধ্যমকে বলেন, গত ৪ আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে ফেনীর মহিপালে ছাত্র-জনতার অবস্থান কর্মসূচিতে গুলি চালানোর ঘটনায় দায়েরকৃত একাধিক হত্যা মামলায় তার নাম রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২৪
এসএইচডি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।