ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

হত্যা মামলা: বেনাপোলে স্বেচ্ছাসেবক লীগ নেতা রুস্তম গ্রেপ্তার

উপজেলা করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২৪
হত্যা মামলা: বেনাপোলে স্বেচ্ছাসেবক লীগ নেতা রুস্তম গ্রেপ্তার

বেনাপোল (যশোর): নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে কিশোর আদিল হত্যা মামলার আসামি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা রুস্তম খন্দকারকে যশোরের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার সহযোগীরা কৌশলে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

 

ভারতে পালানোর সময় বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে তাকে গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তার রুস্তম ফতুল্লা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক মজুমদার জানান, রুস্তম বেনাপোল ইমিগ্রেশনে প্রবেশ করলে সেখানে কর্মরত নিরাপত্তা কর্মীদের সন্দেহ হয়। এক পর্যায় তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি ফতুল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কিশোর আদিল হত্যা মামলার আসামি রুস্তম খন্দকার। এ সময় তাকে আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে তাকে ফতুল্লা থানায় সোপর্দ করা হবে।

তিনি আরও জানান, অপরাধীরা যাতে ভারতে পালাতে না পারে, সেজন্য চেকপোস্ট ইমিগ্রেশন ভবনে নিরাপত্তা বাড়িয়েছে পুলিশ। এতে সন্দেহ ভাজনদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ও সরকারের গোয়েন্দা সংস্থার সদস্যরা।  

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।