ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

হাসিনার পতন ভারত হজম করতে পারেনি: বদরুদ্দীন উমর

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৩ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২৪
হাসিনার পতন ভারত হজম করতে পারেনি: বদরুদ্দীন উমর বদরুদ্দীন উমর

ঢাকা: শেখ হাসিনার পতন ভারত এখন পর্যন্ত হজম করতে পারেনি বলে মন্তব্য করেছেন জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন উমর।  

তিনি বলেন, ‘এর কারণ ভারতের সঙ্গে তার প্রত্যেক প্রতিবেশীর সম্পর্ক খারাপ।

শুধু বাংলাদেশের ওপর কর্তৃত্ব ছিল। ভারত বাংলাদেশকে আশ্রিত রাজ্যের মতো বিবেচনা করতো। সেই আশ্রিত রাজ্য হাত ফসকে গেছে। ’

শনিবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ‘জুলাই গণ-অভ্যুত্থান: জনগণের হাতে ক্ষমতা চাই, জনগণের সরকার-সংবিধান-রাষ্ট্র চাই’ শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে বদরুদ্দীন উমর এ কথা বলেন। জাতীয় মুক্তি কাউন্সিল এ সভার আয়োজন করে।
 
বাংলাদেশে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য যা দরকার ভারত তা করেছে বলে মন্তব্য করে বদরুদ্দীন উমর বলেন, ‘শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত অস্বস্তিতে আছে। তারা চেষ্টা করেছিল হাসিনাকে অন্য জায়গায় দেওয়ার জন্য। অন্য দেশ আশ্রয় না দেওয়ায় ভারতই রাখলো। ’

তিনি বলেন, ‘আওয়ামী লীগের সব সংগঠন ধসে গেছে। কেউ যদি মনে করে যে আওয়ামী লীগ আবার ফিরে আসবে, সেটা একেবারেই অসম্ভব ব্যাপার। ১৯৫৪ সালে মুসলিম লীগ যেভাবে শেষ হয়ে গিয়েছিল, এখন আওয়ামী লীগও সেভাবে শেষ হয়ে গেছে। ’

বদরুদ্দীন উমর বলেন, ‘চব্বিশের গণ-অভ্যুত্থান ছিল বায়ান্ন সাল থেকে এখন পর্যন্ত সংঘটিত অভ্যুত্থানগুলোর মধ্যে সবচেয়ে ব্যাপক, গভীর ও আক্রমণাত্মক। এর কারণ গত সাড়ে ১৫ বছরে জনগণের ওপর এমন অত্যাচার, নির্যাতন করেছে, যার কোনো পূর্ব দৃষ্টান্ত নেই। নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে। মানুষের মধ্যে ক্ষোভ ছিল, কিন্তু বিক্ষোভের সুযোগ ছিল না। ’

অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার পলায়নের পর সারা দেশে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙা এবং তার বাড়িতে (ধানমন্ডি ৩২) আগুন দেওয়া নিয়েও কথা বলেছেন বদরুদ্দীন উমর।  

তিনি বলেন, ‘শেখ মুজিবকে সব কিছুতে জড়িয়েছেন তার মেয়ে। শেখ মুজিবকে জড়িয়ে প্রপাগান্ডা করেছেন। এর ফলে বিক্ষোভ হয়েছে এবং এ বিক্ষোভ যে শুধু শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে হয়েছে তা নয়, শেখ মুজিবের বিরুদ্ধেও হয়েছে। ’

৭ মার্চ, ১৫ আগস্টসহ সম্প্রতি যেসব দিবস বাতিল করা হয়েছে, সেটা ঠিক হয়েছে বলে মন্তব্য করে বদরুদ্দীন উমর বলেন, ‘১৫ আগস্ট কেন ছুটি থাকবে? ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, আব্রাহাম লিংকনকে খুন করেছে, ছুটি আছে? এ দিবসে কর্মসূচি করতে পারে, কিন্তু জাতীয় দিবস হিসেবে ছুটি কেন?’

মুজিব কিসের জাতির পিতা- প্রশ্ন তুলে তিনি বলেন, ‘এ দেশের জনগণ দুবার তার (মুজিব) বিরুদ্ধে রায় দিয়েছে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট তাকে হত্যা করার পর একজন লোকও তার পক্ষে রাস্তায় আসেনি। স্বাধীনতার পর সাড়ে তিন বছরে শেখ মুজিব কী করলেন, যার জন্য মানুষ এটা করলো, তা হিসাব করতে হবে। তার আসল পরিচয় পাওয়া যায় যখন ক্ষমতায় আসেন। তখন এ দেশের জনগণকে তিনি কী দিয়েছেন? তারপর গত ৫ আগস্ট সারা দেশের জনগণ শেখ মুজিবের মূর্তি ভেঙে ফেললো। তার বাড়িতে আগুন দিল। এটা শেখ মুজিবের বিরুদ্ধে আরেকটা রায়। ’
 
ইউনূস সরকার উড়ে এসে জুড়ে বসেনি মন্তব্য করে তিনি বলেন, ‘হাসিনার আওয়ামী লীগ সরকার উৎখাত হওয়ার পর একটা শূন্যতার সৃষ্টি হলো। এ শূন্যতা পূরণ করা দরকার ছিল। ছাত্র ও অন্যরা মিলে যদি এ সরকার দাঁড় না করাতো, একমাত্র বিকল্প ছিল সামরিক সরকার। যারা এ সরকারের বিরুদ্ধে এখন বলছেন, তারা কী বলবেন এর চেয়ে সামরিক সরকার ভালো ছিল?’

বিদ্যমান সংবিধান ফেলে দিয়ে নতুন সংবিধান করার পক্ষে মতামত প্রকাশ করে বদরুদ্দীন উমর বলেন, ‘এমন একটা সংবিধান করতে হবে, যা বর্তমান পরিস্থিতির সঙ্গে সামঞ্জ্যপূর্ণ। ’

অন্তর্বর্তী সরকারের সীমাবদ্ধতা আছে উল্লেখ করে তিনি বলেন, ‘শেখ হাসিনা যে শ্রেণির ওপর দাঁড়িয়ে রাজত্ব করেছেন, সেই শ্রেণি আছে এখনো, উৎখাত হয়নি। বিএনপি ও জামায়াতে ইসলামী সেই শ্রেণির রাজনৈতিক দল। ’
 
বদরুদ্দীন উমর বলেন, ‘বর্তমান সরকার এমন কিছু করতে পারবে না, যাতে দেশের মানুষের অবস্থা পরিবর্তন হয়ে যায়। বিএনপি নির্বাচিত হলেও সব সমস্যার সমাধান করে দেবে না। বিএনপি আগে ক্ষমতায় ছিল, দেখেছি তারা কী করেছে। প্রকৃত বৈষম্যহীন সমাজ শ্রেণি সংগ্রাম ছাড়া সম্ভব নয়। ’

এ সময় আরও বক্তব্য দেন- জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিমসহ দলটির নেতা সজীব রায়, ভুলন ভৌমিক ও কাজী ইকবাল, মাইকেল চাকমা প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২২০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।