ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

যশোর জেলা জামায়াতের আমির গোলাম রছুল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩২ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২৪
যশোর জেলা জামায়াতের আমির গোলাম রছুল

যশোর: যশোর জেলা জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হয়েছেন অধ্যাপক গোলাম রছুল।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাজধানী ঢাকার মগবাজারস্থ কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় কর্মপরিষদের বৈঠক থেকে তার নাম ঘোষণা করা হয়।

ওই বৈঠক থেকে আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান ২০২৬ সাল পর্যন্ত দেশের ৬৪ জেলা ও বিভিন্ন মহানগর মিলে ৭৮ জন আমিরের নাম ঘোষণা করেন। যেখানে যশোরের আমির হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক গোলাম রছুল। এর আগে তিনি যশোর শহর শাখার আমির ছিলেন।

সংগঠনটির স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৯ অক্টোবর যশোরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখা আয়োজিত রুকন সম্মেলনে সভাপতিত্ব করেন অধ্যাপক গোলাম রছুলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সম্মেলনে দুই হাজার ১৯৫ রুকন তাদের ভোটাধিকারের মাধ্যমে জেলা আমির হিসেবে অধ্যাপক গোলাম রছুলকে নির্বাচিত করেন।

বাংলাদেশ সময়: ১০২৭ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২৪
ইউজি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।