ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ফ্যাসিবাদী শাসনের অবসান হয়েছে: নাসের রহমান

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৫ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৪
ফ্যাসিবাদী শাসনের অবসান হয়েছে: নাসের রহমান

মৌলভীবাজার: ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলা দিয়ে ঘর ছাড়া এমনকি দেশ ছাড়া করেছিল। দেশের বহু নেতাকর্মীকে গুম করা হয়েছিল।

যাদের আজও কোনো হদিস পাওয়া যায়নি। এ প্রতিকূল অবস্থার মধ্যে বৃহৎ আকারে না হলেও ভিন্ন কৌশলে কেন্দ্রীয় বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। এখন ফ্যাসিবাদী শাসনের অবসান হয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) রাজনগর সরকারি ডিগ্রি কলেজ মাঠে রাজনগর উপজেলা বিএনপির আয়োজনে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান এসব কথা বলেন।

রাজনগর উপজেলা বিএনপির সভাপতি জিতু মিয়ার সভাপতিত্বে ও উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আব্দুল কাইয়ুম বকুলের সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ুন, জেলা বিএনপির সহ-সভাপতি এম এ মুকিত, সহ-সভাপতি আশিক মোশারফ, সহ-সভাপতি জামি আহমদ, সহ-সভাপতি হেলু মিয়া, যুগ্ম সম্পাদক ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বকসী মিছবাহ উর রহমান।

জনসভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্বাস আলী, সাংগঠনিক সম্পাদক এনামুল হক চৌধুরী, দপ্তর সম্পাদক রূপক চন্দ্র দেবসহ ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা।  

বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৪
বিবিবি/আরআইএস           

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।