ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সারা দেশে ফ্রি মেডিকেল ক্যাম্প

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৪
যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সারা দেশে ফ্রি মেডিকেল ক্যাম্প

ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারা দেশে ফ্রি মেডিকেল ক্যাম্প, র‌্যালি ও যুব সমাবেশের আয়োজন করা হয়েছে।

রোববার (২৭ অক্টোবর) সকাল থেকে উপজেলা যুবদলের পক্ষ থেকে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

ফরিদপুর: যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল সাড়ে ১১টা থেকে দিনব্যাপী ফরিদপুর প্রেসক্লাবের চত্বরে এ উপলক্ষে আলোচনা সভা, ফ্রি মেডিকেল ক্যাম্প এবং শতাধিক লোকজনকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।  

ফরিদপুর জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন, ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা, যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, দেলোয়ার হোসেন দিলা, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ফরিদপুর জেলার সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান শামীম, ফরিদপুর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক মৃধা মোহাম্মদ শাহিনুজ্জামান, মেডিকেল কলেজের রেজিস্টার ডাক্তার মিজানুর রহমান, জেলা যুবদলের  সিনিয়র  সহ-সভাপতি কে এম জাফর, হেমায়েত হোসেন হেলাল, শামিনুল হক তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ও তাঁতি দলের আহ্বায়ক আরমান হোসেন প্রমুখ।

বাগেরহাট: যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাগেরহাটে পৃথক পৃথকভাবে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বেলা সাড়ে ১১টায় জেলা যুবদলের সাবেক সভাপতি হারুণ-অর রশীদ নূর মসজিদ মোড়ে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন। এসময় জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজা উদ্দিন মোল্লা সুজন, যুবদল নেতা মো. বাদশা, এস কে বদরুল আলম, আবুল হাসান, মো. জাহাঙ্গীর হোসেনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে একই সময় সদর থানার মোড়ে সাবেক ছাত্রদল নেতা নিয়াজ হোসেন শৈবালের নেতৃত্বে যুবদলের একটি অংশ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে। প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে চিকিৎসা পেয়ে খুশি স্থানীয়রা।

নেত্রকোনা: নেত্রকোনা জেলা যুবদলের ১ নম্বর সহ-সভাপতি ও নেত্রকোনা পৌরসভায় বিএনপির ধানের শীষের মনোনীত সাবেক মেয়র পদপ্রার্থী আব্দুল্লাহ্ আল মামুন খান রনির উদ্যোগে আজ সকাল ১১টায় চকপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ অনুষ্ঠিত হয়। ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন জেলা যুবদলের সাবেক সভাপতি মশিউর রহমান মশু। বক্তব্য দেন আব্দুল্লাহ্ আল মামুন খান রনি, যুবদল নেতা রফিকুল ইসলাম রফিক, ড্যাব নেতা ডা. মাজহারুল আমিনসহ অন্যান্য নেতারা।

ঝালকাঠি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝালকাঠিতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় প্রেসক্লাবের সামনে দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে ঝালকাঠি জেলা যুবদল।

ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন। জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রবিউল ইসলাম তুহিনের সভাপতিত্বে উদ্‌বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন, সিভিল সার্জন ডাক্তার এইচএম জহিরুল ইসলাম, জেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট আনিচুর রহমান খান, যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাজু।

দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসকদের পরামর্শ, কিডনি, ডায়াবেটিস ও ব্লাড প্রেশার পরীক্ষাসহ রোগীদের বিনামূল্যে ওষুধ দেয়া হচ্ছে। ৫ শতাধিক  মানুষকে এ সেবা দেওয়া হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

মাদারীপুর: যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মাদারীপুরের শিবচরে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।  

শিবচর পৌর মার্কেটের সামনে যুবদল নেতা তাইজুল ইসলাম স‌জিব খানের উ‌দ্যো‌গে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। এছাড়াও পৌর বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় যুবদল নেতা মুহিম বেপারীর উ‌দ্যো‌গে আলাদা মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এদিকে পৌরসভার সিকিম আলী খান মার্কেটের সামনে হেমায়েত হোসেন খানের উদ্যোগে এবং উপজেলার পাঁচ্চর ফিলিং স্টেশন সংলগ্ন স্থানে যুবদল নেতা জিয়াউল হক জিয়ার উদ্যোগে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয় রোগীদের।

জয়পুরহাট: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে নানা কর্মসূচি পালন করা হয়েছে।

রোববার  বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত জয়পুরহাট শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে এসব কর্মসূচি পালন করে জেলা যুবদলের বিভিন্ন ইউনিট থেকে আসা নেতাকর্মীরা।

দিনের শুরুতেই জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শহীদ জিয়াউর রহমানের ছবিতে পুষ্প অর্পণ করেন নেতারা। এরপর শহীদ ডা. আবুল কাশেম ময়দানে গরীব ও অসহায় মানুষদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বরিশাল: যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বরিশালের জনসাধারণকে বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম উদ্বোধন হয়েছে। রোববার দিনভর চলে বরিশাল নগরের অশ্বিনী কুমার হল ও চত্বরে মহানগর এবং জেলা যুবদলের (দক্ষিণ) এই পৃথক কর্মসূচি। এর আগে সকালে মহানগর যুবদলের কর্মসূচি ফিতা কেটে উদ্বোধন করেন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার, বরিশাল মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মাকসুদুর রহমান মাসুদ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাজাহারুল ইসলাম জাহান, সহ-সভাপতি ওয়াহেদুল ইসলাম তৌহিদ, যুবদল নেতা আরিফুর রহমান মুন্না প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।