ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

রাজনীতি

নিজেদের অন্যায় কাজে সম্পৃক্ত করবেন না: নয়ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৩ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
নিজেদের অন্যায় কাজে সম্পৃক্ত করবেন না: নয়ন

ঠাকুরগাঁও: নেতাকর্মীদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন, বিএনপির মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন কোনো অন্যায় কাজে নিজেদের সম্পৃক্ত করবেন না।

বুধবার (৩০ অক্টোবর) ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার জাদুরানী হাটে ‘ধানের শীষ’ সংবলিত লিফলেট বিতরণ ও পথসভায় তিনি এ হুঁশিয়ারি দেন।

‘আমরাই গড়ব আগামীর স্বপ্নের বাংলাদেশ’ স্লোগান সামনে রেখে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে জেলায় জেলায় জাতীয়তাবাদী যুবদলের লিফলেট বিতরণের ধারাবাহিকতায় এ পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় যবদলের সাধারণ সম্পাদক বলেন, রাজনীতির অপর নাম হচ্ছে ত্যাগ। মানুষের সেবা করা। আমরা মানুষের যত সেবা করব ততই মানুষ আমাদের ভালোবাসবে। জনগণের জানমালের নিরাপত্তায় আমরা বদ্ধপরিকর।

নয়ন আরও বলেন, হাসিনা পালালেও সংকট কাটেনি। মানুষ বিশ্বাস করে, অবাধ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। যত দ্রুত সম্ভব নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরি করে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

ঠাকুরগাঁও জেলার বিভিন্ন ইউনিটের যুবদলের নেতাকর্মীরা লিফলেট বিতরণ কর্মসূচি ও পথসভায় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০০১২ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।