ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ব্রাহ্মণবাড়িয়া স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২২ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান লেলিনকে (৩৫) হত্যা ও নাশকতার মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।  

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দিবাগত রাতে জেলা সদরের ছয়বাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

লেলিন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ও জেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী ছিলেন। তিনি জেলা পৌর শহরের কাজী পাড়া এলাকার দুলাল মিয়ার ছেলে।  

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি প্রার্থী এবং বর্তমানে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান লেলিনকে গ্রেপ্তার করা হয়েছে।  

তিনি আরও বলেন, লেলিন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার মামলা নম্বর- ২০(০৮)২৪, মামলা নম্বর -০৩(০৯)২৪ ও মামলা নম্বর - ৭৪(১০)২৪ এর এজাহার নামীয় আসামি। এছাড়াও তার বিরুদ্ধে থানায় অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।