শরীয়তপুর: শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা কুদ্দুস বেপারীকে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুর ১টার দিকে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-আমিন এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে বুধবার বিকেলে রাজধানীর শান্তিনগর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর রাতেই তাকে জাজিরা থানায় আনা হয়। পরে বৃহস্পতিবার সকালে নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয।
জাজিরা থানা সূত্রে জানা যায়, চেয়ারম্যান কুদ্দুস বেপারীর নামে হত্যা, বিস্ফোরক, লুটপাট ও মানবপাচারসহ বিভিন্ন অপকর্মের অভিযোগে অন্তত ৪৪টি মামলা রয়েছে। এর মধ্যে কয়েকটি মামলায় অব্যাহতি পেলেও বেশ কিছু মামলায় তিনি পলাতক ছিলেন। এছাড়া কুদ্দুস বেপারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে রিয়াজুল তালুকদার নামে এক শ্রমিকদল কর্মী হত্যার মামলার এজাহারভুক্ত আসামি। বুধবার বিকেলে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০ গোপন সংবাদের ভিত্তিতে তাকে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে গ্রেপ্তার করে। এরপর তাকে জাজিরা থানায় হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
এসআই