ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না: খোকন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, নভেম্বর ২, ২০২৪
বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না: খোকন

নরসিংদী: বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন বলেছেন, স্বৈরাচারী হাসিনা ও তার আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি করেছে, গুম খুনের রাজনীতি করেছে। এদেশের সাধারণ মানুষ ও ছাত্রছাত্রীদের হত্যা করেছে, বৈষম্যবিরোধী আন্দোলনে আবু সাঈদ থেকে শুরু করে নরসিংদীর তাহমিদসহ সারাদেশে ১ হাজার ৫৮১ জন নিহত হয়েছে।

তাই স্বৈরাচারী হাসিনার জায়গা আর বাংলাদেশের মাটিতে হবে না।  

শনিবার (২ নভেম্বর) বিকেলে নরসিংদীর শিবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের গণতান্ত্রিক আন্দোলনে কারাবরণকারী, মামলা-হামলা ও নির্যাতনের শিকার নেতাকর্মীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি কোনো বিদ্বেষ-প্রতিহিংসার রাজনীতি করে না। তাই গুমের ইতিহাস আর পুনরাবৃত্তি ঘটবে না। আগামীদিনে নির্বাচনের মধ্য দিয়ে শহীদদের স্বপ্নের অসম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলা হবে। যে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হবে না। বৈষম্যহীন বাংলাদেশ, মানবিক মর্যাদার বাংলাদেশ, সাংবিধানিক অধিকার ও গণতান্ত্রিক অধিকার সমুন্নত থাকবে এমন বাংলাদেশ গড়ে তোলা হবে।

জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহী, শিবপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আকরামুল হাসান মিন্টু, জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদসহ বিএনপির অন্যান্য নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, নভেম্বর ২, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।