ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নব্য ফ্যাসিবাদ মাথাচাড়া দিতে চাইলে তাদেরও রুখে দিতে হবে: নুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৩ ঘণ্টা, নভেম্বর ২, ২০২৪
নব্য ফ্যাসিবাদ মাথাচাড়া দিতে চাইলে তাদেরও রুখে দিতে হবে: নুর

কুমিল্লা: গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ফ্যাসিবাদের জননী দেশ ছেড়ে পালিয়েছে। কিন্তু এ ফ্যাসিবাদের পতন ঘটানো সহজ কাজ ছিল না।

গত দেড় দশকে রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে অসংখ্য মানুষ শহীদ হয়েছে, আহত হয়েছে, কারাগারে গেছে। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে প্রায় দুই হাজার মানুষ জীবন দিয়েছে। হাজার হাজার মানুষ ফ্যাসিবাদি হাসিনাকে হটাতে গিয়ে আহত হয়েছে এবং পঙ্গুত্ব বরণ করেছে। গণঅধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করতে গিয়ে রক্তাক্ত হয়েছে, তারপরও ফ্যাসিবাদের সঙ্গে কোনো আপস করেনি।  

শনিবার (২ নভেম্বর) দুপুরে কুমিল্লার দাউদকান্দি উপজেলার বিশ্বরোড ঈদগা মাঠে উপজেলা গণঅধিকার পরিষদ আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুর বলেন, আওয়ামী ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু তাদের যে সমস্ত কর্মকাণ্ড চলত, এখন কিছু ব্যক্তি-সংগঠন ওই সব কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করতে চাচ্ছে। যারা এখন নিয়ন্ত্রণ করতে চাচ্ছেন তাদের বলব, এটা কোনো রাজনৈতিক সরকার না, কাজেই কোনো রাজনৈতিক দলের মাতাব্বরী-বাহাদুরি করার কোনো সুযোগ নেই। যারা মাতাব্বরী করবে, আওয়ামী ফ্যাসিবাদির বিরুদ্ধে যেভাবে রুখে দাঁড়িয়েছেন, তেমনিভাবে এলাকাবাসীকে ঐক্যবদ্ধ করে নব্য ফ্যাসিবাদ মাথাচাড়া দিতে চাইলে তাদেরও রুখে দিতে হবে।  

তিনি আরও বলেন, আমরা এক ফ্যাসিবাদ হটিয়ে আরেক ফ্যাসিবাদ দেশে আনতে চাই না। এক স্বৈরাচারী দলকে হটিয়ে আবার কোনো স্বৈরাচারী দলকে ক্ষমতায় দেখতে চাই না। এদেশে জনগণ গত পাঁচ দশকে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে ভোটের অধিকারের জন্য, ভাতের অধিকারের জন্য সংগ্রাম করতে গিয়ে অনেক রক্ত ঝরিয়েছে, জীবন দিয়েছে। জুলাই অভ্যুত্থান হলো জনগণের শেষ রক্ত দেওয়া, এদেশের জনগণ আর কোনো রক্ত দেবে না। এবার জনগণ জন আকাঙ্ক্ষার বলে আগামীর বাংলাদেশ গড়ে তুলবে।

প্রশাসনের উদ্দেশে নুর বলেন, কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নে গোলাম হয়ে কাজ করবেন না। যদি কোনো রাজনৈতিক দলের সঙ্গে পিরিতি করে প্রশাসন চালান, তাদের জায়গা প্রশাসনে হবে না। আপনারা অন্তর্বর্তী সরকারের অধীনে আছেন, এখন কোনো রাজনৈতিক সরকার না, কাজেই এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে জনকল্যাণমূলক কাজ করবেন।

পথসভায় আরও বক্তব্য দেন- কেন্দ্রীয় গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান, কেন্দ্রীয় যুব অধিকার পরিষদের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মেহেদী হাসান সানি, কর্মসংস্থানবিষয়ক সম্পাদক ফয়সাল আহমেদ প্রমুখ।  

গণঅধিকার পরিষদ দাউদকান্দি উপজেলা শাখা এ পথসভার আয়োজন করে।

বাংলাদেশ সময়: ২৩৫২ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২৪
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।