বরিশাল: মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ায় আওয়ামী লীগের খুশি হওয়ার কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা অ্যাডভোকেট নজরুল ইসলাম রাজন।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে বরিশালের বাকেরগঞ্জ পৌর শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম রাজন সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, বাংলাদেশের নীতি নির্ধারক এ দেশের আপামর জনতা, এ দেশের মানুষই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং দেশের ঐতিহ্য বজায় রাখবে। ডোনাল্ড ট্রাম্প বা জো-বাইডেন কিংবা ওবামারা দেশের মানুষের স্বাধীনতা- সার্বভৌমত্ব এনে দেয়নি। এ দেশের মানুষই তাদের স্বাধীনতা- সার্বভৌমত্ব এনেছে। ২০২৪ এ বাংলাদেশের ছাত্র-জনতা পুনরায় সে স্বাধীনতা আবার ফিরিয়ে এনেছে। কাজেই বাংলাদেশের মানুষই তাদের ভাগ্য নির্ধারণ করবে, তাদের ভোট এবং ভাতের অধিকার নিশ্চিত করবে। অন্যকোনো সন্ত্রাসী কিংবা স্বৈরচারী সরকার সেখানে অবস্থান নিতে পারবে না এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।
বরিশাল জেলা বিএনপির সাবেক এ সাধারণ সম্পাদক আরও বলেন, জুলাই বিপ্লবের মধ্য দিয়ে আরেকটি স্বাধীনতা অর্জিত হয়েছে। দেশকে বৈষম্যবিরোধী করার জন্য যে স্বাধীনতার অর্জনে আবু সাঈদ, মুগ্ধসহ শত শত ছাত্র-জনতা জীবন দিয়েছে। তাদের রুহের মাগফিরাত কামনা করে বলছি, রাজনৈতিক সংস্কারে বর্তমান অন্তর্বর্তী সরকারকে আমরা সহযোগিতা করতে চাই এবং একটি সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমরা দেশে একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করতে চাই। যারা শোষণ নয়, গণমানুষের কথা বলবে।
সভা শেষে পৌরশহরে একটি র্যালি বের করা হয়, যা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ এলাকায় গিয়ে শেষ হয়।
এদিকে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বরিশাল নগরে পৃথক সমাবেশ ও র্যালি করে বিএনপি। বরিশাল জেলা বিএনপির আয়োজনে বেলা সাড়ে ১১টায় নগরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে তারা শহরে র্যালি বের করে। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান ও সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শহীনসহ নেতারা উপস্থিত ছিলেন।
এছাড়া দিবসটি উপলক্ষ্যে পৃথক র্যালি করেছে বরিশাল মহানগর যুবদল ও জেলা দক্ষিণ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা। তারা নগরের সদর রোডস্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে র্যালি বের করেন।
এতে বক্তারা ৭ নভেম্বরের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি ৭ নভেম্বর সাধারণ ছুটিরও দাবি জানান নেতাকর্মীরা।
এরআগে দিবসটি পালন উপলক্ষে সকাল থেকেই বিভিন্ন উপজেলা থেকে নগরে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে থাকে নেতাকর্মীরা। এ সময় তাদের হাতে ছিল ব্যানার ও প্ল্যাকার্ড।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২৪
এমএস/জেএইচ