ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘আওয়ামী লীগ ক্ষমতায় এলে ফ্যাসিবাদী হয়ে ওঠে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২৪
‘আওয়ামী লীগ ক্ষমতায় এলে ফ্যাসিবাদী হয়ে ওঠে’

বরিশাল: বরিশাল মহানগর আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবর বলেছেন, ’৭৫ এর ১৫ আগস্টের বিপ্লবকে নস্যাৎ করার জন্য ৩ নভেম্বর খালেদ মোশাররফের নেতৃত্বে প্রতিবিপ্লব সংগঠিত হয়েছিল। কিন্তু দেশপ্রেমিক সিপাহি-জনতা ৭ নভেম্বর সেই প্রতিবিপ্লবকে প্রতিহত করেছিল।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে বরিশাল প্রেসক্লাব অডিটরিয়ামে ‘৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে মহানগর জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি একথা বলেন।  

সভাপতির বক্তব্যে মহানগর আমির বলেন, ’৭৫ এর ১৫ আগস্টের বিপ্লবকে নস্যাৎ করার জন্য ৩ নভেম্বর খালেদ মোশাররফের নেতৃত্বে প্রতিবিপ্লব সংগঠিত হয়েছিল।  কিন্তু দেশপ্রেমিক সিপাহি-জনতা ৭ নভেম্বর সেই প্রতিবিপ্লবকে প্রতিহত করেছিল।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখন তারা ফ্যাসিবাদী হয়ে ওঠে। যেমন ’৭২ থেকে ’৭৫ সালে তারা ফ্যাসিবাদী লুণ্ঠন হত্যা সংঘটিত করেছিল তেমনি ২০০৯ সালে ক্ষমতায় এসে আবারো একই কার্যক্রম তারা করেছে এবং গোটা জাতিকে ১৭ বছর কারারুদ্ধ করে রেখেছে। সুতরাং আমাদের সতর্ক থাকতে হবে যেন ’২৪-এর এই বিপ্লবকে কেউ নস্যাৎ করতে না পারে। ৭ নভেম্বরের সেই বিপ্লব থেকে শিক্ষা নিতে প্রতিবিপ্লব প্রতিহত করতে হবে।

মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগরের সহকারী সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান মহানগর কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাওলানা হাবিবুর রহমান, তারিকুল ইসলাম, মাওলানা শফিউল্লাহ তালুকদার, অধ্যাপক মাহফুজুর রহমান আমিন, অধ্যাপক সুনতানুল আরেফিন, অধ্যাপক আনোয়ার হোসাইন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২৪
এমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।