ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

আধিপত্যবাদ যাতে প্রভাববিস্তার না করতে পারে, সেদিকে সতর্ক থাকতে হবে: মনি স্বপন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২৪
আধিপত্যবাদ যাতে প্রভাববিস্তার না করতে পারে, সেদিকে সতর্ক থাকতে হবে: মনি স্বপন 

রাঙামাটি: দ্বিতীয় স্বাধীনতায় আধিপত্যবাদ যাতে আর প্রভাববিস্তার করতে না পারে, সেদিকে নেতাকর্মীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিএনপির সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপমন্ত্রী মণি স্বপন দেওয়ান।

বৃহস্পতিবার (০৭ নভেম্বর) বিকেলে রাঙামাটি জেলা বিএনপির আয়োজনে শহরের কোর্ট বিল্ডিং এলাকায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সাবেক এ উপমন্ত্রী আরও বলেন, সাম্প্রদায়িক অপশক্তি পর্দার অন্তরালে আমাদের মধ্যে অনৈক্য সৃষ্টির ষড়যন্ত্রে নেমেছে। আগামীতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুযোগ্য পুত্র তারেক রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদী শক্তি আধুনিক বাংলাদেশ বিনির্মাণ করবে।

এর আগে দিবসটি উপলক্ষে রাঙামাটি পৌরসভা থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এসময় জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার দীপুর সভাপতিত্বে দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, সাংগঠননিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিলসহ দলটির জেলা-উপজেলার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।