ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

‘দেশে এখন রাজনৈতিক সংকট নেই, যৌক্তিক সময়ে নির্বাচন দিতে হবে’

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৪
‘দেশে এখন রাজনৈতিক সংকট নেই, যৌক্তিক সময়ে নির্বাচন দিতে হবে’

ফেনী: বিএনপির কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি বলেছেন, দেশে এখন রাজনৈতিক সংকট নেই। এ সরকার সংস্কারসহ যাবতীয় সব কাজ একযোগে করছেন।

সংস্কার শেষে যৌক্তিক সময়ে এ সরকারকে নির্বাচন দিতে হবে। নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করলে সব বিতর্কের অবসান হয়ে যাবে।  

শনিবার (১০ নভেম্বর) দুপুরে পৌর শহরের জিরোপয়েন্টে রাজমহল রেস্টুরেন্টে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, ভারতীয় বন্যার পানির চাপে মুছাপুর রেগুলেটর নদীতে বিলীন হয়ে গেছে। রাস্তাঘাটের অপূরণীয় ক্ষতি হয়েছে। যার ফলে সোনাগাজী উপজেলার চারদিকে নদী ভাঙন চরম আকার ধারণ করেছে।

তাই দ্রুত সময়ের মধ্যে মুছাপুর রেগুলেটর পুনর্নির্মাণ করতে হবে। সোনাগাাজী সরকারি ডিগ্রি কলেজে এইচএসসিতে পাশের হার সর্বনিন্ম পর্যায়ে পৌঁছে গেছে। উন্নতমানের অবকাঠামো থাকার পরও পড়ালেখার মান নিন্মমুখী।

সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ঠিকাদার কাজ রেখে পালিয়ে গেছেন। অথচ সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতি দিন চিকিৎসা নিতে আসা রোগীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। রোগীরা নিয়মিত চিকিৎসা সেবাও পাচ্ছেন না।

এসব সমস্যা নিরসন করতে হলে সাংবাদিকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সবচেয়ে বেশি ব্যথিত হয়েছি ফেনী জেলার সব উপজেলায় গ্যাস সংযোগ থাকলেও সোনাগাজী উপজেলায় গ্যাস সংযোগ নেই। এ সময় তিনি বেগম খালেদা জিয়া ও তার ছেলে আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের জন্য সবার কাছে দোয়া কামনা করেন।  

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. এয়াকুব নবী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন সেন্টু, সাংগঠনিক সম্পাদক আমিন উদ্দিন দোলন ও পৌর বিএনপির সভাপতি আবুল মোবারক ভিপি দুলাল উপস্থিত ছিলেন। এর আগে তিনি সদ্য প্রয়াত উপজেলা বিএনপির সভাপতি মো. গিয়াস উদ্দিন ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলা উদ্দিন গঠনের কবর জিয়ারত করেন।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৪
এসএইচডি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।