ঢাকা, মঙ্গলবার, ২ পৌষ ১৪৩১, ১৭ ডিসেম্বর ২০২৪, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

‘নির্বাচনের রোডম্যাপ’ তৈরি করুন: বুলু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৪
‘নির্বাচনের রোডম্যাপ’ তৈরি করুন: বুলু কথা বলছেন বরকত উল্লাহ বুলু।

লালমনিরহাট: বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলু বলেছেন, আপনারা রোডম্যাপ তৈরি করুন। নির্বাচন ছাড়া জাতি অন্য কিছু দেখতে চায় না।

শনিবার (১৬ নভেম্বর) বিকেলে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের তৃতীয় দিনের খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  

বরকত উল্লাহ বুলু বলেন, শহীদ জিয়ার ঘোষণার মধ্য দিয়ে মহান স্বাধীনতা শুরু হয়েছিল অন্য কোনো কারণে নয়। কিন্তু আওয়ামী লীগ সেই ইতিহাস পাল্টে দিতে চায়। এই দেশে গণতান্ত্রিক উপায়ে সরকার পরিবর্তনের কোনো সুযোগ শেখ মুজিবুর রহমান রাখেননি বলেই ১৫ আগস্ট অনিবার্য ছিল বাংলাদেশের জন্য।

বরকত উল্লাহ বুলু আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনী মহান মুক্তিযুদ্ধের রণাঙ্গনে নেতৃত্ব দিয়ে দেশ স্বাধীন করেছিল। শেখ মুজিব ক্ষমতায় এসে সেনাবাহিনীকে অস্বীকার করে ভারতীয়দের নিয়ে জলপাই কালারের পোশাকে রক্ষীবাহিনী গড়ে তুলেন। সেই রক্ষীবাহিনী দিয়ে এদেশের প্রগতিশীল ৪০ হাজার বিপ্লবী মেধাবীকে হত্যা করেছিলেন শেখ মুজিব। এদেশের সব থেকে বড় বিপ্লবী নেতা সিরাজ শিকদারকে হত্যা করে শেখ মুজিব সংসদে বলেছিলেন কোথায় সিরাজ শিকদার?।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কাউকে হত্যা করে এ দেশের ক্ষমতায় আসেননি। সিপাহি জনতার বিপ্লবে সিপাহি জনতার বিজয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষায় দেশের সিপাহি জনতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসান। এরপর তিনি এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেন।  

বুলু বলেন, আজ দেশের মানুষ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে চাকরি করছে। সেই বৈদেশিক শ্রমবাজার জিয়াউর রহমান চালু করেন। ঋণ দেওয়ার মাধ্যমে দেশের পোশাকশিল্পও জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেছেন। যে পোশাকশিল্প আর বৈদেশিক রেমিট্যান্স দেশের অর্থনীতিকে চাঙা আজ করেছে। এসব অবদান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের। সেই ইতিহাস আওয়ামী লীগ বদলে দিতে চায়।

এ সময় বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক একেএম মমিনুল হকসহ রংপুর বিভাগের বিএনপির ১০টি সাংগঠনিক জেলার নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

লালমনিরহাট জেলা বিএনপি আয়োজিত এ টুর্নামেন্টে রংপুর বিভাগের ১০টি সাংগঠনিক অংশ নিচ্ছে। এ টুর্নামেন্টের প্রতিটি আসরে বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকছেন।

বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৪
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।