ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলা সেই যুবলীগ নেতা গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৪
শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলা সেই যুবলীগ নেতা গ্রেপ্তার

গাইবান্ধা: বিএনপির অফিস ভাঙচুরের অভিযোগে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

শনিবার (১৬ নভেম্বর) নওগাঁর মান্দা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমসহ তার সহযোগীরা গত ৩ আগস্ট গোবিন্দগঞ্জ বিএনপির অফিসে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেন।

ওইদিন থেকে তিনিসহ তার লোকজন আত্মগোপনে ছিলেন। আত্মগোপনে থেকে জাহাঙ্গীর আলম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মোবাইল ফোনে কথাও বলেন। তাদের সেই কথোপকথনের অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালও হয়। বিষয়টি প্রশাসন ও সাধারণ মানুষের নজরে আসে।

ওসি মো. বুলবুল ইসলাম বলেন, জাহাঙ্গীরের নামে গোবিন্দগঞ্জ থানায় নিয়মিত মামলা রয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।