ঢাবি: গত ১৪ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হয়। দু-দিন পেরুতেই সেই কমিটির ৬ নেতা-নেত্রীকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
ছাত্রলীগে সক্রিয়ভাবে অংশ নেওয়া ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে কটূক্তি করাসহ সংগঠনের পরিপন্থি কাজের দায়ে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে।
রোববার (১৭ নভেম্বর) ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কথা বলা হয়।
অব্যাহতি পাওয়া নেতারা হলেন - সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম রিমন, মাহাদী ইসলাম নিয়ন, জেন্ডার ন্যায্যতা ও সমতা বিষয়ক সম্পাদক সৈয়দা সুকাইনা নাফিসা তরঙ্গ, সহ-পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক ইমরান হোসেন এবং সদস্য আব্দুল্লাহ আল মামুন, রায়হান হোসেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৪ নভেম্বর ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়। কমিটি ঘোষণার পর কিছু অভিযোগ উত্থাপিত হলে সেই প্রেক্ষিতে কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে অভিযোগসমূহের তদন্তের জন্য তদন্ত কমিটি গঠন করা হয়। উক্ত তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে উল্লেখিত নেতাদের স্ব স্ব পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।
অব্যাহতি পাওয়াদের মধ্যে সহ-সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পাওয়া মাহাদী ইসলাম নিয়ন সক্রিয়ভাবে ছাত্রলীগের রাজনীতি করতেন।
এছাড়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্রুপ করার অভিযোগ রয়েছে জেন্ডার ন্যায্যতা ও সমতাবিষয়ক সম্পাদকের পদ পাওয়া সৈয়দা সুকাইনা নাফিসা ওপর।
অব্যাহতির বিষয়ে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বাংলানিউজকে বলেন, ছাত্রদলের কমিটি গঠনের পর কারও বিরুদ্ধে নেতিবাচক কিছু পাওয়া গেলে তাকে অব্যাহতি দেওয়া হয়। আগের কমিটিতেও এমন হয়েছে। কেন্দ্র থেকে তদন্ত করে তার ভিত্তিতে এই সিদ্ধান্ত দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৪
এসএএইচ