ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

কিশোরগঞ্জে আওয়ামী লীগ নেতা  আনোয়ার কামাল গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৫ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২৪
কিশোরগঞ্জে আওয়ামী লীগ নেতা 
আনোয়ার কামাল গ্রেপ্তার

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় জেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার কামালকে (৬৮) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে গ্রেপ্তারের পর তাকে কিশোরগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

 

এর আগে বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে জেলার কিশোরগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তারকৃত মো. আনোয়ার কামাল কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ঘনিষ্ঠ সহচর হিসেবে এলাকায় পরিচিত।  

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বিষযটি নিশ্চিত করেছেন।  

কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে কিশোরগঞ্জ মডেল থানায় করা মামলায় হুকুমের আসামি হিসেবে মো. আনোয়ার কামালকে গ্রেপ্তার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৭৪৩ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।