ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

রাজনীতি

ভারতে যাওয়ার সময় চট্টগ্রামের স্বেচ্ছাসেবক লীগ নেতা আখাউড়ায় আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৩ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৪
ভারতে যাওয়ার সময় চট্টগ্রামের স্বেচ্ছাসেবক লীগ নেতা আখাউড়ায় আটক আটক নান্টু কর

ব্রাহ্মণবাড়িয়া: ভারতে যাওয়ার সময় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে স্ত্রীসহ আটক হয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতা নান্টু কুমার কর।

রোববার (২৪ নভেম্বর) আখাউড়া বন্দর এলাকা থেকে বিজিবি-৬০ ব্যাটালিয়ন তাদের আটক করে।

অভিযোগ না থাকায় তার স্ত্রীকে ছেড়ে দেওয়া হবে। নান্টু কুমার কর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক পদে আছেন।

বিকেলে বিজিবির ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাবের বিন জব্বার বিষয়টি নিশ্চিত করে জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রাম বন্দরে ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলার আসামি হলেন পটিয়া উপজেলার দৌলতপুর গ্রামের নান্টু কর। স্ত্রী শান্তা রানী নাথকে নিয়ে আত্মগোপনে যেতে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করেন তিনি। এ সময় তাদের আটক করা হয়। নান্টু করকে আখাউড়া থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে। তবে তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ না থাকায় গ্রেপ্তার দেখানো বা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে না।

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।