ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

রাজনীতি

গোপালগঞ্জে নতুন রাজনৈতিক দল ‘বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি’র আত্মপ্রকাশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৪
গোপালগঞ্জে নতুন রাজনৈতিক দল ‘বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি’র আত্মপ্রকাশ

গোপালগঞ্জ: গোপালগঞ্জে ‘বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি-বিজিপি’ নামে নতুন একটি রাজনৈতিক দলের ঘোষণা দেওয়া হয়েছে।

শনিবার (৩০ নভেম্বর) দুপুরে সদর উপজেলার চাপাইল এলাকায় মধুমতি পার্কে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন নবগঠিত এ দলের আহ্বায়ক মো. সাইফুর রশিদ চৌধুরী।

এ সময় দলের তিন যুগ্ম- আহ্বায়ক জুলিয়াছ খান ঠাকুর, শেখ ফরিদ আহমেদ ও মো. ইয়ার আলী উপস্থিত ছিলেন।

আহ্বায়ক মো. সাইফুর রশিদ চৌধুরী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তাদের কিংস পার্টির অংশ হিসেবে বিবেচনা না করে দেশের একটি গণতান্ত্রিক দল উল্লেখ করে বলেন, আওয়ামী লীগ মানে শেখ হাসিনা, বিএনপি মানে খালেদা জিয়া। আমরা এই ধারণা থেকে বের হয়ে জনগণের ভোটে নেতা নির্বাচনের প্রতিশ্রুতিবদ্ধ।

রাষ্ট্র সংস্কার ও গণতান্ত্রিক ব্যবস্থা সুদৃঢ়করণে নতুন ঘোষিত ‘বিজিপি ‘ দল ৩২টি প্রস্তাবনাও বাস্তবায়নের ঘোষণা দেয়।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।