ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

রাজনীতি

তাদেরই ভাগ্য বদল হয়েছে, সর্বনাশ হয়েছে জাতির: জামায়াত আমির

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২৪
তাদেরই ভাগ্য বদল হয়েছে, সর্বনাশ হয়েছে জাতির: জামায়াত আমির

নড়াইল: বিগত সরকার প্রসঙ্গে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যারা জাতির ভাগ্য বদলের কথা বলেছেন, দিন শেষে তাদেরই ভাগ্য বদল হয়েছে, সর্বনাশ হয়েছে জাতির। যাদের জাতির সেবক হওয়ার কথা ছিল, তারাই মালিক হয়ে বসেছেন।

রোববার (১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে খুলনা থেকে ফেরার পথে নড়াইলের মালিবাগ মোড়ে পথসভায় তিনি এ কথা বলেন।  

নতুন বাংলাদেশ গড়া প্রসঙ্গে তিনি বলেন, আমরা এমন বাংলাদেশ গড়তে চাই, যেখানে দল-ধর্ম-নারী-পুরুষ সবাই মর্যাদার সঙ্গে বাঁচতে পারেন, পরিচ্ছন্নতাকর্মী থেকে শুরু করে রাষ্ট্রপতি সবাই যেন মর্যাদা নিয়ে বাঁচতে পারেন। আমরা কে ধনী কে গরিব সেটা, দেখব না, দেখব, আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা জীব হিসেবে।

নারীদের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে পুরুষের পাশাপাশি নারী তার বাড়িতে-কর্মস্থলে নিরাপত্তার সঙ্গে কাজ করতে পারেন, কোনো জালিম যেন তার দিকে চোখ তুলে তাকাতে না পারে।

এসময় তিনি বাংলাদেশের আপামর জনতা ও সব দলের অংশগ্রহণে ২৪-এর গণঅভ্যুত্থান ঘটিয়ে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পতন ঘটানোর বিষয়টি সামনে এনে তিনি বাংলাদেশকে একটি বৈষম্যহীন, সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে জামায়াতে ইসলামীর সঙ্গে থাকার আহ্বান জানান তিনি।

খুলনার সমাবেশ থেকে ফরিদপুরে সমাবেশে যাওয়ার পথে তিনি নড়াইলের মালিবাগ ও লক্ষ্মীপাশায় দুটি পথসভা করেন।  

এসময় তার সঙ্গী ছিলেন- জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসেন, খুলনা জেলা আমির মাওলানা মাহফুজুর রহমান।  

নড়াইলে পথসভায় নেতাকে স্বাগত জানান জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু, নায়েবে আমির মো. জাকির হোসেন, জেলা সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সারসহ অনেকে।

বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।