ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

গণতান্ত্রিক প্রক্রিয়া ছাড়া ‘কিছু মানুষকে’ সংস্কারের অধিকার কেউ দেয়নি: খসরু

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২৪
গণতান্ত্রিক প্রক্রিয়া ছাড়া ‘কিছু মানুষকে’ সংস্কারের অধিকার কেউ দেয়নি: খসরু আমীর খসরু মাহমুদ চৌধুরী (ফাইল ফটো)

ঢাকা: গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়া ছাড়া কিছু মানুষকে সংস্কারের অধিকার কেউ দেয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, সংস্কার কার্যক্রম চলছে।

সংস্কার এখন অনিবার্য এবং চলমান প্রক্রিয়া। এই সংস্কার নিয়ে আবার কেউ কেউ মনে করছেন তারা বসে সংস্কার করে দেবেন, আর সেটা আগামী ৫০ বা ১০০ বছর ধরে চলবে, আমি এর সঙ্গে সম্মত না। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। কিছু মানুষের সংস্কার কখনো টেকসই হবে না।

রোববার (১ ডিসেম্বর) রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টারে সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) ৩০ বছর পূর্তি উপলক্ষে ‘দ্য সিপিডি জার্নি: মেমোরেটিং থার্টি ইয়ার্স অব সিপিডি’ শীর্ষক আলোচনায় বিশেষ অতিথির বক্তব্যে আমীর খসরু এ কথা বলেন।

তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার আমরা সবাই মিলে করেছিলাম। শেখ হাসিনা সেটা রাখেননি। সংস্কার এমনভাবে করতে হবে যাতে গণসচেতনতা তৈরি করে। এটা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে করতে হবে, গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে করতে হবে। গণতান্ত্রিক প্রক্রিয়া হলো একমাত্র প্রক্রিয়া, যেটা সংশোধন প্রক্রিয়া, ফিল্টারিং প্রক্রিয়া। হঠাৎ করে যদি ক’জন মিলে বলে—এই সংস্কারগুলো দেশের জন্য, আগামীর বাংলাদেশের জন্য, আর তা কার্যকর হয়ে গেল—এ ধরনের চিন্তা-ভাবনায় হবে না। কারণ এই দায়িত্ব কেউ কাউকে দেয়নি।

আমীর খসরু বলেন, জনগণের ভোটারধিকার যখন কেড়ে নেবেন, সাথে সাথে বাকি অধিকারগুলো কেড়ে নিতেই হবে। নাহলে আপনি সেখানে থাকতে পারবেন না। আমাদের মৌলিক অধিকার ঠিক রাখতে হবে। গণতন্ত্র থেকে সুফল পেতে হলে প্রতি পাঁচ বছর পর পর একটি প্রক্রিয়ার মাধ্যমে, জবাবদিহিতার মাধ্যমে সেটা নিশ্চিত করতে হবে। এজন্য শুধু নির্বাচনই যথেষ্ট নয়, অংশগ্রহণমূলক বলতে যেটা বোঝায়, সুশীল সমাজের ভূমিকাসহ সব অংশীজনের ভূমিকা নিশ্চিত করতে হবে।

সাবেক এই মন্ত্রী বলেন, মুক্ত পরিবেশ তৈরি করতে না পারলে কারো জন্য সুখকর নয়। এই রিয়েলাইজেশন কারো মধ্যে না থাকা কোনো কারণে নেই। ভালো সময় এসেছে, সবাই খোলা মন নিয়ে এগিয়ে যেতো পারবো। স্বৈরাচারের পতনের পর দেশের মানুষের মনোজগতে বড় ধরনের পরিবর্তন হয়েছে। এটা বিশাল পরিবর্তন। চিন্তা-ভাবনা, আকাঙ্ক্ষা যেটা সবার মনে জেগেছে। রাজনৈতিক দলসহ সবার ফ্রি-ফেয়ার পরিবেশে চাচ্ছি। যেটা স্বাধীনতার চিন্তা ছিল, যে দর্শন ছিল সেটার প্রতিফলন ঘটার আরেকটি সুযোগ এসেছে।

সিপিডি ভিন্ন মতের স্পেস তৈরি করে দিয়েছে উল্লেখ করে খসরু বলেন, বিগত বছরগুলোতে কথা বলার ক্ষেত্রে বিএনপির নামে মিথ্যা মামলা হতো, জেলে পাঠাতো, গোয়েন্দারা পিছু নিতো। তখন সিপিডির এই স্পেসে কথা বলার সুযোগ হতো। কখনো কখনো আমরা কথা বললে মন্ত্রীরা উঠে চলে গেছে, বিব্রত হয়েছে। এমন ক্রাইসিস মুহূর্তে আমরা কথা বলেছি।

ব্যবসাক্ষেত্রে একটি সার্বজনীন সিদ্ধান্ত নিতে দীর্ঘ জার্নিতে সিপিডি শিখিয়েছে বলে মন্তব্য করে ব্যবসায়ী ব্যারিস্টার নিহাদ কবীর বলেন, দেশের আর্থ-সামাজিক কাজ যদি ভালো না হয় তাহলে কোনোভাবেই ব্যবসায় ভালো হবে না।

তিনি বলেন, ব্যবসাখাত বা ব্যক্তিখাত দেশের পলিটিক্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে কাজ করে।  কিন্তু আমাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো পলিটিক্যাল ইকোনমি নিয়ে গবেষণা করার অভাব রয়েছে। সিপিডি বিষয়টি বোঝার একটি বড় সুযোগ করে দিয়েছে। আমাদের অর্থনৈতিক ব্যাপ্তির মধ্যে সম্পদকে কীভাবে বণ্টন ও ব্যবহার হবে, ব্যবসাক্ষেত্রে আমরা কীভাবে সঠিক সিদ্ধান্ত নিতে পারবো, সেক্ষেত্রে সিপিডির আমাদের সাহায্য করছে। সিডিপি অথেনটিক সোর্সের ভূমিকা পালন করেছে।  

সিপিডি প্রধান পাঁচটি লক্ষ্য সামনে নিয়ে ৩০ বছর কাজ করেছে চলেছে বলে জানান গবেষণা প্রতিষ্ঠানটির সম্মানীয় ফেলো প্রফেসর রওনক জাহান।  

তিনি বলেন, অনেক পরিবর্তনের পরও লক্ষ্যপূরণে অবিচল থেকেছে সিপিডি। সবাই যখন অর্থনৈতিক উন্নয়নের কথা বলছিল, তখন সিপিডি প্রথমে সুশাসন নিয়ে কাজ শুরু করে। কারণ সুষম উন্নয়নে সুশাসনের প্রয়োজন। সেই জায়গা থেকে নাগরিক সংলাপের মধ্য দিয়ে কাজটি চালু রাখে। দ্বিতীয়ত, সিপিডি অ্যাডভোকেসি করেছে এবং এজেন্ডা ঠিক করেছে। গবেষণা তথ্য উপাত্ত তুলে ধরার মধ্য দিয়ে কাজটি করে চলেছে। তৃতীয়ত, সরকারকে দায়বদ্ধতার আনার চেষ্টা করেছে। যখন সংসদ কাজ করছিল না, তখন সেই কাজটি শুরু করে। সরকারগুলো যে সব প্রতিশ্রুতি করেছিল, সেগুলো কতটা কাজ করছে তা সামনে নিয়ে আসে।

তিনি আরও বলেন, চতুর্থত, সিপিডি কখনো একা কাজ করেনি। বিভিন্ন অংশীজন নিয়ে কাজ করেছে। সিভিল সোসাইটির সাথে কালেক্টিভভাবে কাজ করেছে। ৩০ বছরের ধরে এটা অব্যাহত রাখে। পঞ্চমত, সংকটকালে কুইক রেসপন্স করেছে সিপিডি। রানা প্লাজা, ঘূর্ণিঝড় সিডর, রাজনৈতিক দুর্যোগ ইত্যাদি সময়ে কাজ করছে সিপিডি। দেশের দ্বি-ধারার রাজনীতি সংকটকালে একসঙ্গে কাজ করেছে। যদিও ব্যর্থ হয়েছে। তারপরও সিপিডি রাজনৈতিক সংকট উত্তরণে ভূমিকা রেখেছে।  

সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহানসহ বিভিন্ন খাতের শীর্ষস্থানীয়রা বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২৪
জেডএ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।