ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

নৌকার দিন শেষ, জামায়াতের বাংলাদেশ: হিন্দু নেতা কৃষ্ণ নন্দী

সিনিয়র করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২৪
নৌকার দিন শেষ, জামায়াতের বাংলাদেশ: হিন্দু নেতা কৃষ্ণ নন্দী

খুলনা: খুলনার ডুমুরিয়া উপজেলা জামায়াত ইসলামের হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দী বলেছেন, নৌকার দিন শেষ, জামায়াতে ইসলামীর বাংলাদেশ। চিন্ময় প্রভু হিন্দুদের ব্যবহার করেছে।

হিন্দুরা কখনো চিন্ময় প্রভুর সঙ্গে থাকবে না। জামায়াতের আমির আছেন এখানে। আপনি দেখে যান এ হিন্দুরা খুলনা ৫ আসনে ব্যালটের মাধ্যমে ৪০ হাজার ভোটের ব্যবধানে মিয়া গোলাম পরওয়ারকে বিজয়ী করবে।

খুলনার খানজাহান আলী থানা জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন। তার এ বক্তব্যের পর উপস্থিত হাজার হাজার জনতা ঠিক ঠিক বলে স্লোগান দেন।

রোববার (১ ডিসেম্বর) মহানগরীর ইস্টার্ন জুট মিলস শ্রমিক ময়দানে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

খানজাহান আলী থানা জামায়াতের আমির সৈয়দ হাসান মাহমুদ টিটোর সভাপতিত্বে এবং সেক্রেটারি গাজী মোর্শেদ মামুনের পরিচালনায় এ সময় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসাইন।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা,  ডিসেম্বর ১,  ২০২৪
এমআরএম/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।