ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

হাসিনা দেশ থেকে পালালেও ষড়যন্ত্র থেমে নেই: শামা ওবায়েদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৬ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২৪
হাসিনা দেশ থেকে পালালেও ষড়যন্ত্র থেমে নেই: শামা ওবায়েদ

ফরিদপুর: বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে বিএনপিতে মিশতে হলে রাতের আঁধারে এলে হবে না বরং দিনের আলোয় অফিসিয়াল নিয়মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নেতা মেনে, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক মেনে বিএনপিতে আসতে হবে।

শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় ফরিদপুরের নগরকান্দার ডাংগীতে স্থানীয় বিএনপি আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নেতা-কর্মীদের সতর্ক করে শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে ঠিকই কিন্তু তাদের ষড়যন্ত্র থেমে নেই। দেশে-বিদেশে ষড়যন্ত্র চলছে। তাই আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে মেলামেশা করতে বারণ করেন তিনি।

এ সময় উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০০৫৫ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২৪
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ