ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

পালা‌নো ছাড়া শেখ হাসিনার পথ ছিল না: মান্না

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২৪
পালা‌নো ছাড়া শেখ হাসিনার পথ ছিল না: মান্না

খুলনা: শেখ হাসিনা না পালালে তার হাড্ডি মাংস খুঁজে পাওয়া যেত না বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

তিনি বলেন, পা‌লি‌য়ে গে‌ছেন শেখ হা‌সিনা।

তার পালা‌নো ছাড়া পথ ছিল না। উ‌নি যদি না পালা‌তেন তাহ‌লে হা‌ড্ডি মাংস পাওয়া যেত না।

শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে খুলনার উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরির সম্মেলন কক্ষে নাগরিক ঐক্যের খুলনা জেলা ও মহানগর শাখার দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, এইবার যে লড়াই হলো সেখানে ছাত্র-জনতা বলেছে, তারা নতুন বাংলাদেশ চায়। তারা পুরনো সেই আগের বাংলাদেশ চায় না। বিগত ১৫ বছরে শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার যে উন্নয়নের গান গেয়েছে; এক পদ্মা সেতু করতে ৪০ হাজার কোটি টাকা লাগিয়েছে। অথচ, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে ভূপেন হাজারিকা সেতু করতে মাত্র ১১৮৬ কোটি ভারতীয় মুদ্রা ব্যয় হয়েছে। আমাদের পদ্মা সেতুর দৈর্ঘ্য ৬ কিলোমিটার আর ভূপেন হাজারিকা সেতুর দৈর্ঘ্য ৯ দশমিক ১৫ কিলোমিটার। বোঝাই যাচ্ছে কি পরিমাণ দুর্নীতি করেছে শেখ হাসিনার সরকার।

ডাকসুর সাবেক ভিপি বলেন, অনেকে বলে শেখ হা‌সিনা ফি‌রে আস‌বেন। আমি বলি আসেন। সেদিন একজন ভি‌ডিও দেখা‌লেন, শুনলাম তিনি বললেন চট করে ঢুকে পড়বেন। তার আ‌গে ব‌লে‌ছি‌লেন টুস ক‌রে ফে‌লে দেবেন। কাউ‌কে ব‌লে‌ছেন গলা টি‌পে মে‌রে ফেল‌বেন। আর আপ‌নি বি‌দে‌শেও জায়গা পা‌চ্ছেন না। সবাই জা‌নে সে একটা খু‌নি, লু‌টেরা, ফ‌্যা‌সিস্ট। পা‌লি‌য়ে গে‌ছেন শেখ হা‌সিনা। তার পালা‌নো ছাড়া পথ ছিল না। উ‌নি যদি না পালা‌তেন তাহ‌লে হা‌ড্ডি মাংস পাওয়া যেত না।

সভায় সভাপতিত্ব করেন নাগরিক ঐক্যের খুলনা মহানগর শাখার আহ্বায়ক অ্যাডভোকেট ড. মো. জাকির হোসেন। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, বিশেষ অতিথির বক্তব্য দেন নাগরিকত্বের দপ্তর সম্পাদক এস এম মহিদুজ্জামান মহিদ। আরও বক্তব্য দেন নাগরিক ঐক্যের খুলনা জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল মজিদ হাওলাদার, খুলনা মহানগর শাখার সদস্য সচিব কাজী মোতার রহমান বাবুসহ দলের জেলা মহানগরের নেতারা। সম্মেলনের শেষ পর্বে জেলা ও মহানগরীর নতুন কমিটির নেতৃবৃন্দের নাম ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২৪
এমআরএম/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।