ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

গাজীপুরে আদালত চত্বরে সাবেক ভারপ্রাপ্ত মেয়র কিরনকে জুতা-ঝাড়ু নিক্ষেপ

স্টাফ করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২৪
গাজীপুরে আদালত চত্বরে সাবেক ভারপ্রাপ্ত মেয়র কিরনকে জুতা-ঝাড়ু নিক্ষেপ

গাজীপুর: আদালত থেকে কারাগারে নেওয়ার সময় গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণের ওপর জুতা ও ডিম নিক্ষেপ করেছের এলাকাবাসী। এ সময় ঝাড়ু নিয়ে তার ওপর হামলার চেষ্টা করা হয়।

আসাদুর রহমান কিরণ গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি।

রোববার (৮ ডিসেম্বর) দুপুরে গাজীপুর আদালতে চত্বরে এ ঘটনা ঘটে। এর আগে সকালে তাকে আদালতে হাজির করা হয়। পরে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। সেখান থেকে কারাগারে নেওয়ার সময় এ ঘটনা ঘটে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর গাজীপুরের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে।

এলাকাবাসী ও আদালত সূত্রে জানা গেছে, গত ১৮ নভেম্বর রাতে অবৈধভাবে ভারত পালানোর সময় যশোরের শার্শা সীমান্ত থেকে গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণকে আটক করে বিজিবি সদস্যরা। পরে তাকে কারাগারে পাঠানো হয়। কারাগার থেকে একটি মামলায় তাকে আদালতে হাজির করা হয়। পরে আদালত তাকে ওই মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। তাকে কারাগারে নিতে প্রিজনভ্যানে উঠানোর সময় তার ওপর জুতা ও ডিম নিক্ষেপ করেন সাধারণ মানুষ। এ সময় তারা ঝাড়ু দিয়ে হামলার চেষ্টা করে।

এদিকে গাজীপুর সিটির সাবেক ভারপ্রাপ্ত মেয়র কিরণের ফাঁসির দাবিতে মিছিল ও বিক্ষোভ করেছে বিএনপি। বিক্ষোভ শেষে গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি মোফাজ্জল হোসেন বলেন, আওয়ামী লীগের দোসর কিরণের কারণে মেয়র নির্বাচিত হয়েও প্রয়াত অধ্যাপক এম এ মান্নান স্যার দায়িত্ব পালন করতে পারেনি। আমরা এ দোসর কিরণের ফাঁসি চাই।

গাজীপুর মেট্রোপলিটন আদালতের পরিদর্শক আহসান উল্লাহ চৌধুরী বলেন, কিরণকে পৃথক মামলায় গ্রেপ্তার দেখাতে গাজীপুর মেট্রপলিটন আদালত-৫ এ নিয়ে যাওয়া হয়। পরে আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটেছে।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২৪
আরএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।