ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

‘হাসিনার আমলে জনগণ মানবাধিকার বঞ্চিত ছিল’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৪
‘হাসিনার আমলে জনগণ মানবাধিকার বঞ্চিত ছিল’

বরিশাল: গুমের শিকার সব নেতাকর্মী ও নাগরিকের মুক্তি এবং আওয়ামী লীগের পেটোয়া বাহিনীর নেতাকর্মীদের বিচার দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) মানববন্ধন করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন কর্মসূচি আয়োজিত হয়।

এ সময় ছাত্রদলের নেতারা বলেন, ফ্যাসিস্ট হাসিনার আমলে দেশের জনগণ মানবাধিকার থেকে বঞ্চিত ছিল। হাসিনার পতনের সঙ্গে দেশ থেকে ফ্যাসিবাদের পতন হয়েছে। মানবাধিকার প্রতিটি মানুষের জন্মগত ও অবিচ্ছেদ্য অধিকার। মানুষমাত্রই এই অধিকার ভোগ করবে এবং চর্চা করবে। বিএনপি ও ছাত্রদল মানুষের এই অধিকার নিশ্চিত করতে কাজ করছে, করবে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী ওসমান সাকিব বলেন, শেখ হাসিনা ১৫ বছর ধরে মানবাধিকার লঙ্ঘন করেছে। জুলাই-আগস্ট আন্দোলনে তার চূড়ান্ত পর্যায়ে গিয়েছে। হাসিনার ফ্যাসিস্ট সরকার ১৫ বছর মানবাধিকার কমিশনকে নিষ্ক্রিয় করে রেখেছে। গুম, খুন, শারীরিক নির্যাতন এমন কোনো মানবাধিকার লঙ্ঘন নেই, যা করেনি। আমরা চাই, মানবাধিকার লঙ্ঘনকারীদের সর্বোচ্চ শাস্তি।

আরেক শিক্ষার্থী আব্দুল্লাহ নূর কাফি বলেন, ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘের আন্তর্জাতিক মানবাধিকার ঘোষণাপত্র চালু হয়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে সংবিধানে এটির আলোকে সংযুক্ত করে। শেখ হাসিনার সরকার সে অনুযায়ী মানবাধিকার বাস্তবায়ন করেনি বরং সংবিধান-বিরোধী, মানবাধিকারবিরোধী কাজ করেছে এত বছর। আমি এই খুনি হাসিনার যথাযথ শাস্তি চাই।

মানববন্ধন কর্মসূচিতে আরিফ হোসাইন শান্ত, আজমাইন সাকিব মাহমুদ ইমরান, জিয়াদুল ইসলাম, আব্দুল্লাহ নূর কাফি, আরাফাত ওসমান সাকিব, আবু বকর রিফাত, রাকিব হোসেন, রিফাত মাহমুদ, সাজ্জাদ হোসেন, রবিউল খান, হাবিবুর রহমান, মিরাজ, রাহিকুল ইসলাম, আরাফাত, রিফাত, শুভ্র, তাহমীদ মামনুল হকসহ ছাত্রদলের বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৪
এমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।