ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

আমার দেশের এক ইঞ্চি মাটি দখলের চেষ্টা করলে হাত ভেঙে দেব: মো. শাহজাহান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৪
আমার দেশের এক ইঞ্চি মাটি দখলের চেষ্টা করলে হাত ভেঙে দেব: মো. শাহজাহান

নোয়াখালী: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মো. শাহজাহান বলেছেন, আজ আমাদের দেশ নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে। আমরা সবার সঙ্গে বন্ধুত্ব চাই, কারো সঙ্গে শত্রুতা চাই না।

কিন্তু এর সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, কোনো বন্ধু যদি আমার মাটির প্রতি লোলুপ দৃষ্টি দেয়, কোথাও যদি আমার দেশের এক ইঞ্চি মাটি দখল করার চেষ্টা করে, তাহলে তার হাত ভেঙে দিতেও আমরা দ্বিধাবোধ করবো না।

বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে নোয়াখালী জেলা শহর মাইজদীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মো. শাহজাহান ভারতকে উদ্দেশ্য করে বলেন, আপনারা আমাদের প্রতিবেশী বন্ধু, আপনাদের স্বার্থ নিয়ে আপনারা থাকুন, আমাদের স্বার্থ আমাদের সুরক্ষা করতে দিন। আপনারা একটা জাতি, আমরা একটা ভিন্ন জাতি। আপনাদের প্রতি আমাদের সম্মান থাকবে, আমাদের প্রতিও আপনাদের সম্মান থাকা উচিত। তাহলে সম্পর্ক থাকবে ভালো। আর যদি এর ব্যত্যয় ঘটানোর চেষ্টা করেন শক্তি দিয়ে, হাসিনার মতো আপনারাও টিকতে পারবেন না।

সমাবেশে জেলা কৃষক দলের আহ্বায়ক ভিপি ফজলে এলাহী পলাশের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমানসহ নেতারা।

পরে বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।