খুলনা: গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই যারা করেছেন তাদের সবার সমর্থন নিয়ে তাদের প্রত্যাশা পূরণের দায়িত্ব নিয়ে এসেছে এ সরকার। এ সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না।
শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় খুলনা প্রেসক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত ' কেমন বাংলাদেশ চাই? শীর্ষক গণসংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় জোনায়েদ সাকি বলেন, বাংলাদেশের লাখো ছাত্র, তরুণ, শ্রমিক, শিশু, কিশোর, অভিভাবক সকল স্তরের মানুষের একটা সংগ্রামের ফল অন্তবর্তীকালীন সরকার। সেই মহান আত্মত্যাগের মধ্য দিয়ে একটা উত্থান ঘটেছে ২০২৪ এ। উত্থানের মধ্য দিয়ে যে অভ্যুত্থান একটা সরকার পদত্যাগই করেনি, পালিয়ে যেতে বাধ্য হয়েছে।
তিনি বলেন, আমরা দেখতে পারছি পতিত ফ্যাসিস্টরা ভারতে পালিয়ে গিয়ে সেখান থেকে ষড়যন্ত্র করছে। আর ভারতের গণমাধ্যমের একটা অংশ এবং বিজেপি তাদের নিজেদের স্বার্থে এই পতিত ফ্যাসিসদের সাহায্য করে যাচ্ছে। বাংলাদেশকে চিত্রিত করছে এইখানে নাকি হিন্দুদের নিরাপত্তা নেই, বৌদ্ধদের নিরাপত্তা নেই কিংবা চাকমা, বার্মা, ত্রিপুরা অন্য জাতির সদস্যদের নিরাপত্তা নেই। এখানে নাকি নারীরা নিরাপদে নেই। হ্যা, তবে ৫ আগস্টের পরে কিছু হামলার ঘটনা ঘটেছে, তদন্ত করেন। কারণ এরা যভাবে এটাকে প্রচার করছে, তাতে বলা যায় এটাতে তাদেরও সংশ্লিষ্টতা থাকতে পারে। পতিত ফ্যাসিস্টরাই হামলা করতে পারে। এদেশের সব জাতি, ধর্ম বর্ণের মানুষ নিরাপত্তার সঙ্গে থাকবে, এটা আমাদের অঙ্গীকার, সরকারের অঙ্গীকার।
জোনায়েদ সাকি বলেন, ওইদিকে মিয়ানমার রোহিঙ্গাদের পাঠিয়েছে। আবার ওখানে যুদ্ধ চলছে, একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। নানা দিক থেকে আমাদের জাতীয় নিরাপত্তা আজকে হুমকির মুখে। কাজেই সে দিক থেকে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকার দরকার। সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না।
সংলাপে বিশেষ অতিথি ছিলেন গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল ও গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদ সদস্য দেওয়ান আবদুর রশীদ নীলু।
সংলাপে সভাপতিত্ব করেন গণসংহতি আন্দোলনের জেলা আহ্বায়ক মুনীর চৌধুরী সোহেল এবং সঞ্চালনা করেন জেলা কমিটির সদস্য আল আমিন শেখ।
সংলাপে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন।
বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৪
এমআরএম/জেএইচ