ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

‘দুর্নীতিমুক্ত দেশ গঠনে জামায়াতে ইসলামীর প্রয়োজন’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৪
‘দুর্নীতিমুক্ত দেশ গঠনে জামায়াতে ইসলামীর প্রয়োজন’ বক্তব্য রাখছেন মো. শাহজাহান মিয়া

চাঁদপুর: বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলার সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া বলেছেন, জুলুম, নির্যাতন, সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত দেশ গঠনে জামায়াতে ইসলামীর বিকল্প নেই।  

তিনি বলেছেন, জামায়াতে ইসলামী একটি পরীক্ষিত দল।

যে দলের শাসন ব্যবস্থা আমরা দেখিনি। অনেক দলের দুঃশাসন দেখেছি। বিশেষ করে গত ১৭ বছর আওয়ামী দুঃশাসন ও স্বৈরতন্ত্র দেখেছি। তারা এদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে।  

শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে বহরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  

শাহজাহান মিয়া বলেন, আগামী বাংলাদেশ হবে ইসলামী, কুরআন ও দেশপ্রেমিকের বাংলাদেশ। যে বাংলাদেশে কোনো ক্ষুধা, দারিদ্র, দুর্নীতি, দুঃশাসন, মামলা-হামলা, রিমান্ড, আয়নাঘর ও ক্রসফায়ার থাকবে না। থাকবে মানুষের ভোটের অধিকার। আমরা এরকম একটি বাংলাদেশ সবাই চাই।  

তিনি বলেন, আওয়ামী দুঃশাসনের কারণে আমরা ঠিকমতো দায়িত্ব পালন করতে পারিনি। সভা-সমাবেশও করতে দেওয়া হয়নি। বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওপর কীভাবে নির্যাতন করা হয়েছে তা এদেশের মানুষ দেখেছে।  

ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি হাফেজ বেলাল হোসাইনের সভাপতিত্বে ও ঢাকা মহানগর উত্তর জামায়াতের রোকন (সদস্য) নেয়ামত উল্লাহর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন চাঁদপুর শহর জামায়াতের আমির অ্যাডভোকেট মো. শাহজাহান খান, সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা আফসার উদ্দিন মিয়াজী, সেক্রেটারি মুহাম্মদ জুবাইর হোসাইন খান, সহকারী সেক্রেটারি সুলতান মাহমুদ, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি এনামুল কবির, সাবেক আমির হাফেজ আবুল কালাম আজাদ।  

এছাড়াও বক্তব্য দেন ওয়ার্ড জামায়াত নেতা এমরান পাটোয়ারী, মনির হোসেন ও কবির খান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।