নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেনকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি।
শুক্রবার (১২ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এসময় আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিক মিনহাজ আমানকে মারধর ও লাঞ্ছিত করায় ইকবালকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানান রিজভী।
এর আগে শুক্রবার দুপুরে আসিয়ান পরিবহনের একটি বাসে চালকের সাথে কথা কাটাকাটি হয় ইকবালের। পরবর্তীতে বাসটি নারায়ণগঞ্জের সানারপাড় এলাকায় এলে ইকবালের অনুসারীরা বাস চালককে মারধর করেন ও বাসে ভাঙচুর চালায়। এসময় মিনহাজ আমান বাস ভাঙার প্রতিবাদ করলে তাকে লাঞ্ছিত করেন ইকবালের অনুসারীরা।
বাংলাদেশ সময়: ২৩১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৪
এমআরপি/এসএএইচ