ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

খাগড়াছড়ি জেলা আ. লীগের যুগ্ম সম্পাদক আশুতোষ চাকমা গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২২ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৪
খাগড়াছড়ি জেলা আ. লীগের যুগ্ম সম্পাদক আশুতোষ চাকমা গ্রেপ্তার

খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আশুতোষ চাকমাকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

শনিবার (১৪ ডিসেম্বর) রাতে জেলা শহরের মধুপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার আশুতোষ চাকমা খাগড়াছড়ি জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বাতেন মৃধা জানান, রাত পৌনে ৮টার দিকে মধুপুরের আশুতোষ চাকমার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। খাগড়াছড়ি সদর থানাসহ বিভিন্ন থানায় তার নামে প্রায় ২০টির অধিক মামলা রয়েছে।  

রোববার (১৫ ডিসেম্বর) তাকে আদালতে তোলা হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৯২২ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৪
এডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।