ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

গোপালগঞ্জ শহরে বিএনপির মোটর শোভাযাত্রা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৪
গোপালগঞ্জ শহরে বিএনপির মোটর শোভাযাত্রা 

গোপালগঞ্জ: বিএনপির একাংশ গোপালগঞ্জ জেলা শহরে মোটর শোভাযাত্রা করেছে।  
 
রোববার (১৫ ডিসেম্বর) সকাল ১১টায় জেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজের নেতৃত্বে তার গ্রামের বাড়ি সদর উপজেলার আড়পাড়া থেকে মোটর শোভাযাত্রাটি জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয় হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গেটপাড়ায় গিয়ে শেষ হয়।

জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সিরাজুল ইসলাম সিরাজ বলেন, বিগত সরকারের আমলে আমরা কোনো রাজনৈতিক কার্যক্রম চালাতে পারিনি। এখন সুযোগ এসেছে সুস্থ রাজনীতি করার। জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে এবং মানুষের জন্য কাজ করতে চাই।

তিনি আরও বলেন, এতোদিন বিএনপি গোপালগঞ্জে কাজ করলেও আওয়ামী লীগ ও প্রশাসনের চাপে কোনো কর্মসূচি পালন করতে পারেনি। ২০১৮ সালের সংসদ নির্বচনে আমি ছিলাম বিএনপির প্রার্থী। আশা করি, আগামীতেও আমাকে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি গোপালগঞ্জ-২ আসন থেকে মনোনয়ন দেবে।  

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।