ঢাকা, সোমবার, ১ পৌষ ১৪৩১, ১৬ ডিসেম্বর ২০২৪, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বিএনপি নেতাকর্মীদের ঢলে পথসভা পরিণত হলো জনসমুদ্রে

স্টাফ করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২৪
বিএনপি নেতাকর্মীদের ঢলে পথসভা পরিণত হলো জনসমুদ্রে

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে জেলা বিএনপির বিশাল র‌্যালি ও পথসভা হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার ভুলতা এলাকায় এ র‌্যালি ও পথ সভা হয়।

র‌্যালিতে হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণে এটি জনসমুদ্রে পরিণত হয়।

পথসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দিন ও সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন।

এতে নারায়ণগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২৪
এমআরপি/জেএইচ


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।