ঢাকা, সোমবার, ১২ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

রাজনীতি

‘উন্নয়নের নামে আ.লীগ হাজার হাজার কোটি টাকা পাচার করেছে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৫
‘উন্নয়নের নামে আ.লীগ হাজার হাজার কোটি টাকা পাচার করেছে’ বক্তব্য দিচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

রংপুর: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার উন্নয়নের নামে লুটপাট করে ২৬ হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে।  

আওয়ামী লীগের তিনটি দুঃশাসনের কথা উল্লেখ করে তিনি বলেন, আমাদের সার্বভৌমত্বের প্রতীক ফেলানী মাকে হত্যা করে কাঁটাতারের বেড়ায় ঝুলিয়ে রাখলেও নতজানু আওয়ামী লীগ সরকার ভারতের কাছ থেকে তার বিচার টুকু আদায় করতে পারেনি।

পারবে কেন যে সরকারের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের সঙ্গে তাদের নাকি স্বামী-স্ত্রীর সম্পর্ক। তারা কীভাবে হত্যার বিচার আদায় করবে। আমি কুড়িগ্রামের জনসভা শেষে ফেলানীর বাড়িতে গিয়েছিলাম তার মা-বাবাকে সম্মান জানাতে, সহানুভূতি জানাতে।

শুক্রবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় রংপুরের কাউনিয়া উপজেলার মীরবাগ ডিগ্রি কলেজ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাউনিয়া উপজেলা আমির মাওলানা আব্দুস সালাম সরকারের সভাপতিত্বে পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

তিনি বলেন, আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের দুঃশাসন থেকে রক্ষা পেতে আপনাদের রংপুরের সন্তান জাতীয় বীর দ্বিতীয় যুদ্ধের আইকন আবু সাঈদ বন্দুকের সামনে বুক পেতে বলেছিল 'বুকে ভেতর তুমুল ঝড়, বকু পেতেছি গুলি কর' সাঈদ দেশের জন্য জীবন দিয়ে নতুন করে স্বাধীনতা এনে অমর হয়ে আছে।

তিনি বলেন, আওয়ামী সরকার আলেম ওলামাদের ওপর অত্যাচার করেছে, হেফাজতে ইসলামীর ওপর হত্যাযজ্ঞ চালিয়েছে। শাপলা চত্বরে লাল রং ছিটিয়ে দেওয়া হয়েছে। একজন মানুষ প্রধানমন্ত্রীর চেয়ারে বসে কীভাবে কুরুচিপূর্ণ পূর্ণ বক্তব্য রাখতে পারে।  

তিনি বলেন, এদেশে যতদিন না আল্লহর আইনের শাসন প্রতিষ্ঠিত হয় ততদিন শান্তি আসবে না। তাই তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, আপনারা প্রত্যেকের দ্বারে গিয়ে কোরআনের দাওয়াত দেবেন।

কাউনিয়া উপজেলা আমির মাওলানা আব্দুস সালাম সরকারের সভাপতিত্বে ও সেক্রেটারি অ্যাডভোকেট ফজলুর রহমান ফারুকের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি (রংপুর-দিনাজপুর) অঞ্চল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কমিটির কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মমতাজ উদ্দিন, কেন্দ্রীয় শুরা সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, রংপুর মহানগর জামায়াতের আমির মাওলানা এটিএম আযম খান, রংপুর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রব্বানী, সেক্রেটারি মাওলানা এনামুল হক, ছাত্র শিবিরের জেলার সভাপতি ফিরোজ মাহমুদ, পীরগাছা উপজেলা জামায়াতের আমির বজলুর রশিদ মুকুল, রংপুর জেলা শাখার মিডিয়া সেক্রেটারি অধ্যাপক আব্দুল গণি, জেলা মানব সম্পদ বিষয়ক সেক্রেটারি মোত্তালেব হোসাইন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রংপুর দিনাজপুর অঞ্চল আবুল হাসান বাদল, কাউনিয়া উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুস সালাম মিয়া, নজরুল ইসলাম, পীরগাছা উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুল গফ্ফার ছাত্র শিবিরের কাউনিয়া উপজেলা শাখার সাবেক সভাপতি বাবর আলী প্রমুখ। হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে পথ সভাটি জনসভায় রুপান্তর হয়।

বাংলাদেশ সময়: ০৯২২ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।