ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

রাজনীতি

আজহারের ফাঁসির রায়ে বগুড়ায় যুবলীগের আনন্দ মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪
আজহারের ফাঁসির রায়ে বগুড়ায় যুবলীগের আনন্দ মিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: মানবতাবিরোধী অপরাধে জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে সর্বোচ্চ রায় হওয়ায় বগুড়ায় আনন্দ মিছিল ও সমাবেশ করেছে বগুড়া জেলা যুবলীগ।  

মঙ্গলবার (৩০ডিসেম্বর) দুপুরে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।



সকালে আজহারুল ইসলামের বিরুদ্ধে এ রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি আনোয়ারুল হকের সমন্বয়ে ৩ সদস্যের ট্রাইব্যুনাল।

রায় ঘোষণার পর দুপুর সাড়ে ১২ টার দিকে বগুড়া জেলা শহরের সাতমাথা টেম্পল রোডে অবস্থিত দলীয় কার্যালয় থেকে মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।  

মিছিল শেষে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাগর কুমার রায়ের সভাপতিত্বে দলীয় কার্যালয়ের সামনে একটি সমাবেশে অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছে বর্তমান সরকার। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা যে প্রতিশ্রুতি দেন, তা তিনি পূরণও করেন। স্বাধীনতা লাভের দীর্ঘ সময় পর আওয়ামী লীগ সরকার মানবতাবিরোধীদের বিচার কাজ শুরু করেছে। ইতোমধ্যে কয়েকজনের বিচারের রায় দিয়েছেন আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল।

গণহত্যাকারী কাদের মোল্লার ফাঁসি কার্যকরের মাধ্যমে কলঙ্ক মোচনের শুভ সূচনা হয়েছে। অন্য রায়গুলোও বর্তমান সরকারের আমলেই কার্যকর হবে। চক্রান্ত রুখে দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বের বুকে মাথা উচুঁ করে দাঁড়িয়েছে বাংলাদেশ।

কর্মসূচি চলাকালে যুবলীগ নেতা আলহাজ শেখ, শুভাশীষ পোদ্দার লিটন, আমিনুল ইসলাম ডাবলু, খালেকুজ্জামান রাজা, মিথুন এমরান মিথুন, সিদ্দিকুর রহমান সিদ্দিক, মাইসুল তোফায়েল, উদয় কুমার বর্মন, আব্দুর রাজ্জাক, ইয়াছিন শেখ, সাজেদুর রহমান সিজু, সংগ্রাম কুমার দাস, হাফিজুর রহমান সমীর, ফজলে রাব্বি মিথুনসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।