ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

রাজনীতি

মঞ্জুরুল আহসানকে দেখতে হাসপাতালে আ’লীগ নেতারা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৬ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪
মঞ্জুরুল আহসানকে দেখতে হাসপাতালে আ’লীগ নেতারা মঞ্জুরুল আহসান খান

ঢাকা: চিকিৎসাধীন বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান খানকে দেখতে হাসপাতালে গেছেন আওয়ামী লীগ নেতারা।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর হৃদরোগ ইনস্টিটিউটে ক্ষমতাসীন দলের নেতারা তাকে দেখতে যান।



এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এর আগে সিপিবির সাবেক এ সভাপতির শারীরিক অবস্থার খোঁজ খবর নেন প্রধানমন্ত্রী ও আওয়মী লীগ সভাপতি শেখ হাসিনা।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি হন মঞ্জুরুল আহসান খান। তিনি হাসপাতালে ডা. রফিকুল ইসলামের তত্ত্বাবধানে আছেন। বিকেলে তার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে বলেও জানান সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।

বাংলাদেশ সময়: ০১৩৮ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।