কিশোরগঞ্জ: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, বর্তমান সংবিধানের অধীনে আগামী নির্বাচন হবে, নতুন কোনো সংবিধানের আশা নেই।
বুধবার (০৮ জুন) দুপুর আড়াইটার দিকে কিশোরগঞ্জ সার্কিট হাউজের সম্মেলন কক্ষে কিশোরগঞ্জ সদর উপজেলার সব ইউনিয়ন আওয়ামী লীগের নব নির্বাচিত নেতাদের পরিচিতি সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আশা করছি আপনারা (বিএনপি) আগামী নির্বাচনে অংশ নিবেন। কারণ ১৯৭৫ সাল থেকে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করে আসছে। তাই বিএনপিও আগামী নির্বাচনে অংশ নেবে বলে আশা করি।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন উন্নয়ন করা, তাই দেশের উন্নয়ন হচ্ছে এবং এ ধারা অব্যাহত রাখতে হবে।
কিশোরগঞ্জের উন্নয়ন নিয়ে মন্ত্রী বলেন, এ জেলার উন্নয়নের অংশীদার আপনারা সবাই এবং আপনাদের সহযোগীতায় কিশোরগঞ্জে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল ও নরসুন্দা লেকসিটি হচ্ছে। এটির কাজ হলে ভাটির মানুষ নৌকায় ধান নিয়ে সরাসারি কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজ ঘাটে নোঙ্গর ফেলবে। এ ইচ্ছা বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদের। লেকসিটি কাজ শেষ হলেই এ রাষ্ট্রপতি আবদুল হামিদের ইচ্ছা পূরণ হবে।
নবনির্বাচিত ইউনিয়ন নেতাদের উদ্দেশে মন্ত্রী বলেন, আগামী দিনের উন্নয়নে ইউনিয়ন নেতারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করছি। কারণ আমরা সবাই বঙ্গবন্ধু, আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মী। আপনারা উন্নয়নের ধারা বহাল রাখবেন।
বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৫
এসএইচ/