ঢাকা: ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও বিরোধীদল জাতীয় পার্টি (জাপা) ছাড়া দেশে আর বড় কোনো রাজনৈতিক দল নেই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।
বুধবার (০৮ জুলাই) সন্ধ্যায় জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তরের আয়োজনে গুলশান-১ নম্বরে ইমানুয়েল ব্যাংকুয়েট হলে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন।
এরশাদ বলেন, এখন রাজনীতির ময়দানে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ছাড়া কোনো রাজনৈতিক দল নেই। বিএনপি অস্তিত্ব সংকটে। তারা আর দাঁড়াতে পারবে না, শক্তিশালীও হতে পারবে না।
অন্যদিকে জাতীয় পার্টি দেশের একটি প্রধানদল হিসেবে পরিণত হয়েছে। এতে পার্টির নেতাকর্মীদের শক্তিশালী ভূমিকা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
জাপা চেয়ারম্যান মহাজোট আমল ইঙ্গিত করে বলেন, এতো দিন অামরা খোলা মনে রাজনীতি করতে পারিনি, এখন বাধামুক্ত। দলও শক্তিশালী। তাই আমরা একক নির্বাচন করবো।
আগামী নির্বাচনেই জাপা একক নির্বাচনে অংশ নেবে বলেও এ সময় জোর গলায় বলেন এরশাদ।
তিনি আরও বলেন, দশম জাতীয় নির্বাচনে ভালো করতে পারেনি আমরা। তখন কী ধরনের নির্বাচন করেছে, এটি সবাই জানে। তবুও আমরা থেমে থাকিনি। দলকে গুছিয়ে এনেছি।
এ সময় এরশাদ নিজের ইচ্ছার কথা তুলে ধরেন, তিনি এমন একটি জাতীয় পার্টি রেখে যেতে চান; যে দলের নেতারা তার মৃত্যুর পরও জন্মদিন-মৃত্যুদিন পালন করবে।
এ ইফতার আয়োজনে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তরের সভাপতি ও পার্টির প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সাল চিশতি। উপস্থিত ছিলেন সিনিয়র নেতারা।
বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৫
আরইউ/আইএ
** এরশাদ-রওশনকে এক গাড়িতে চড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
** প্রধানমন্ত্রীকে ছদ্মবেশে অবস্থা দেখতে বললেন রওশন
** ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশ হবে
** রফতানি উন্নয়ন ব্যুরো বিল পাস
** ধন্যবাদ পাওয়ার যোগ্য বাংলাদেশের জনগণ
** অনুমোদনহীন ব্লাড ব্যাংক আইনের আওতায় আনা হবে
** লাইসেন্স বিহীন নৌযানের তথ্য নেই মন্ত্রণালয়ে
** কোনো অপতৎপরতায় দেশের অগ্রযাত্রা থামবে না
** প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে সংসদে আলোচনা
** বুধবার শেষ হচ্ছে বাজেট অধিবেশন