সিরাজগঞ্জ: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করায় জনগণ থেকে প্রত্যাখ্যাত হয়ে বিএনপি নেতা খালেদা জিয়া এখন দেউলিয়া হয়ে গেছেন।
বুধবার (৮ জুলাই) বিকেলে উল্লাপাড়ায় ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা কমপ্লেক্সের ফলক উন্মোচন শেষে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভার বক্তব্যে তিনি এ কথা বলেন।
নাসিম বলেন, ৫ জানুয়ারির নির্বাচন প্রতিরোধ করে তিনি (খালেদা) দেশকে জঙ্গিবাদের রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করেছিলেন। কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মানুষ তার সব অশুভ কর্মকাণ্ড রুখে দিয়ে দেশে গণতন্ত্রের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে।
স্বাস্থ্য মন্ত্রী আরও বলেন, আপনি (খালেদা জিয়া) এখন শান্ত আছেন, ভালো আছেন। আরও ৩ বছর শান্ত থাকুন। এরপর ২০১৯ সালের নির্বাচনে আসুন। দেখা যাবে জনগণ কাকে ভোট দেয়।
সরকারের সাফল্য তুলে ধরে ১৪দলের মুখপত্র আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশের দারিদ্র বিমোচন, স্বাস্থ্য শিক্ষা, যোগাযোগ ও কৃষি খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। এক সময়ের তলাবিহীন ঝুড়ির বাংলাদেশ দ্রুত মধ্যম আয়ের দেশের অগ্রগতির পথে ধাবিত হচ্ছে। এই উন্নয়নের মাপকাঠি ধরে বিশ্বব্যাংক বাংলাদেশকে ইতোমধ্যেই নিম্ন মধ্যম আয়ের দেশের স্বীকৃতি দিয়ে এ দেশের জনগণ এবং শেখ হাসিনাকে সম্মানিত করেছেন।
তিনি বলেছেন, দেশ পরিচালনায় ধারাবাহিকতা ও মুক্তিযুদ্ধের শক্তি ক্ষমতায় থাকলে শেখ হাসিনার নেতৃত্বে ২০২১ সালের মধ্যে বাংলাদেশ একটি মধ্যম আয়ের সমৃদ্ধশালী দেশে পরিণত হবে।
উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মীর শহিদুল ইসলাম পুন্নুর সভাপতিত্বে জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া, উল্লাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মারুফ বিন হাবিব, আওয়ামী লীগ নেতা অধ্যাপক ইদ্রিস আলী, আহসান আলী সরকার, আব্দুস ছামাদ সরকার, পূর্ণিমাগাতী ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম প্রমুখ।
এর আগে স্বাস্থ্যমন্ত্রী নাসিম প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ৪তলা ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ সময় উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম, সিরাজগঞ্জ জেলা প্রশাসক বিল্লাল হোসেন, সিরাজগঞ্জ পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ, উল্লাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মারুফ বিন হাবিব ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শামীম আলম উপস্থিত ছিলেন।
সকালে তিনি কাজীপুরের গান্ধাইলে ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন।
বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৫
এসএইচ