লক্ষ্মীপুর: জনগণ বিএনপি-জামায়াতের দুঃশাসন আর দেখতে চায় না। ২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত তাদের দুঃশাসনে দেশ জঙ্গিবাদী হিসেবে চিহ্নিত হয়েছিল।
শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় লক্ষ্মীপুর উত্তর তেমুহনী জেলা আওয়ামী লীগের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন সাবেক পররাষ্ট্র মন্ত্রী দীপু মনি।
তিনি বলেন, বাংলাদেশ এখন অর্থনৈতিক উন্নয়নে নতুন ইতিহাস সৃষ্টি করেছে। শেখ হাসিনার নেতৃত্বে মধ্যআয়ের দেশে রুপান্তরিত হতে যাচ্ছে। ২০১৯ সালের মধ্যে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছাবে। শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ ও কৃষিসহ সবক্ষেত্রে ডিজিটাল ছোঁয়া লেগেছে। শেখ হাসিনাই সীমান্ত সমস্যা সমাধান করেছেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকুর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আমিনুল ইসলাম আমিন, লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল, লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল মামুন, জেলা পরিষদের প্রশাসক মো. শামসুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম আলাউদ্দিন ও লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহের প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।
বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, জুলাই ১১, ২০১৫
এসআর