ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আমার রক্ত বেঈমানি করতে পারে না

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, জুলাই ১১, ২০১৫
আমার রক্ত বেঈমানি করতে পারে না ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: রক্ত বেঈমানি করতে পারে না প্রসঙ্গ টেনে সদ্য দফতর হারানো মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, আমার বাবা কারো সঙ্গে বেঈমানি করেননি। নেতার জন্য মৃত্যুবরণ করেছেন।

আর এটাই আমার রক্ত।

শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডে অফিসার্স ক্লাব মিলনায়তনে ঢাকাস্থ কিশোরগঞ্জ হোসেনপুর সমিতির আয়োজনে ইফতার মাহফিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমার বাবা সততার সঙ্গে রাজনীতি করেছেন। নেতার জন্য (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান) মৃত্যুবরণ করেছেন। এটাই আমার রক্ত।

নিজের এলাকার জনগণের উদ্দেশে আশরাফ বলেন, আমি মন্ত্রী হই বা না হই, রাজনীতি করি বা না করি সব সময় হোসেনপুরের সঙ্গে আছি। যেখানেই থাকি এলাকার উন্নয়নে কাজ করবো।

হোসেনপুর সমিতির সভাপতি নুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়।

২০০৯ সালের জানুয়ারিতে শেখ হাসিনা সরকার দায়িত্ব নিলে স্থানীয় সরকারমন্ত্রী হন সৈয়দ আশরাফ। ২০১৪ সালে আওয়ামী লীগ আবারও সরকার গঠন করলে দলের সাধারণ সম্পাদককে একই মন্ত্রণালয় দেন শেখ হাসিনা। তবে গত বৃহস্পতিবার (০৯ জুলাই) সৈয়দ আশরাফকে সে মন্ত্রণালয় থেকে সরিয়ে দফতরবিহীন মন্ত্রী করা হয়।

বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, জুলাই ১১, ২০১৫
এমইউএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।