ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কাঁঠালিয়ায় ছাত্রলীগ নেতার মাথা উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৫
কাঁঠালিয়ায় ছাত্রলীগ নেতার মাথা উদ্ধার

ঝালকাঠি: নিখোঁজ হওয়ার তিনদিন পর ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের পশ্চিম সিটকি ওয়ার্ড ছাত্রলীগের প্রচার সম্পাদক মাসুম সিকদারের (৩২) মাথা উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৩ জুলাই) সকালে উপজেলার বিষখালী নদীর রগুয়ার চর থেকে তার মাথাটি উদ্ধার করা হয়।


 
নিহত ছাত্রলীগ নেতা পশ্চিম সিটকি গ্রামের মৃত মুক্তিযোদ্ধা হারুন-অর-রশীদের ছেলে। তিনি ওয়ার্ড ছাত্রলীগের প্রচার সম্পাদকের পাশাপাশি আওরাবুনিয়া ইউনিয়ন স্বেচ্ছা সেবকলীগের সঙ্গেও জড়িত ছিলেন।

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পরিবার।

কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, শুক্রবার রাতে পশ্চিম সিটকি বাজার থেকে নিজের মুদি দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন মাসুম। অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে তার ছোট ভাই মামুন সিকদার এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি করেন।

এরপর সোমবার সকালে রগুয়ার চরে তার মাথা পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাথাটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠায়।

ওসি আরো জানান, এ ব্যাপারে মামলা দায়ের করা হচ্ছে। এছাড়া মৃতদেহের বাকি অংশ উদ্ধারের চেষ্টা চলছে।  

এদিকে, এ ঘটনায় চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১০১ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।