ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সরকারের একার পক্ষে পরিবর্তন করা সম্ভব নয়

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৫
সরকারের একার পক্ষে পরিবর্তন করা সম্ভব নয়

ঢাকা: সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন ঢাকা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা।
 
সোমবার(১৩ জুলাই) শ্যামপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করে তিনি এ কথা বলেন।


 
আবু হোসেন বাবলা বলেন, সরকারের একার পক্ষে দেশের সকল মানুষের ভাগ্যের পরিবর্তন করা সম্ভব নয়। এজন্য  সার্মথ্যবান সকল মানুষের সাহায্যের হাত বাড়ানো উচিত। বিশেষ করে যাদের অর্থ সস্পদ রয়েছে তাদের উচিত সমাজের সু্বিধাবঞ্চিতদের কল্যাণে এগিয়ে আসা।
 
বাবলা আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধ্যমতো চেষ্টা করছেন দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে। ইতোমধ্যে তিনি অনেকদূর এগিয়ে গেছেন। বিশ্বব্যাংক বাংলাদেশ নিম্ম মধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে।
 
অচিরেই শেখ হাসিনা, এরশাদ ও রওশন এরশাদের নেতৃত্বে বাংলাদেশ  মধ্যম আয়ের দেশে পরিণত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
 
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান সাইজুল, কদমতলী থানা জাতীয় পার্টির সদস্য সচির শেখ মাসুক রহমান,  জাপা নেতা সুজন দে, সুলতানা আহদেদ লিপি ও আওয়ামী লীগ নেতা আজীজ আহমেদ।
 
বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৫
এসআই/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।