ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

এখন বিরোধী দল বলাটা প্রহসন

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৫
এখন বিরোধী দল বলাটা প্রহসন অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমেদ

ঢাকা: ‘এখন যাদের বিরোধী দল বলা হচ্ছে, সেই দলের নেতারাই আবার মন্ত্রী হচ্ছেন। তাই বিরোধী দল বলাটা প্রহসন ছাড়া আর কিছুই নয়।



সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘গণতন্ত্র পুনরূদ্ধার ও অর্থবহ মধ্যবর্তী নির্বাচন দাবিতে ‘নাগরিক সমাবেশ’ এর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমেদ এ অভিযোগ করেন।

তিনি বলেন, বিশ্বের কাছে বর্তমান সরকারের কোন গ্রহণযোগ্যতা নেই। তাই পদ্মা সেতুতে অর্থায়ন থেকে পিছিয়ে গিয়েছে বিশ্ব ব্যাংক ও দাতা দেশগুলো। তাই কবে যে পদ্মা সেতু নির্মাণ কাজ শেষ হবে তা বলা মুশকিল।

তিনি বলেন, পানি সরবরাহের জন্য রাজধানীতে রাস্তা খোঁড়াখুঁড়ি চলছে। পানি পাব কি না জানি না। দেখা যাবে অর্থটাই অপচয় হয়ে গেল।

এমাজউদ্দিন আহমেদ সরকারের কাছে অবিলম্বে গ্রহণযোগ্য মধ্যবর্তী দিয়ে গণতন্ত্র রক্ষার আহ্বান জানান।

তিনি বলেন, বিরোধীদলের নেতা-কর্মীদের ওপর অকথ্য নির্যাতন চালানো হচ্ছে।  

দেশে কোন আইনের শাসন নেই উল্লেখ করে তিনি বলেন, আমরা মানুষের মৌলিক অধিকার রক্ষার জন্য মুক্তিযুদ্ধ করেছিলাম। কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা আজ ভূলুন্ঠিত। প্রকৃত গণতন্ত্র বিকাশের প্রথম সোপান হল- শক্তিশালী বিরোধী দল। কিন্তু বর্তমান শাসকরা তা চায় না।

অল কমিউনিটি ফোরাম আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফোরাম সভাপতি মো. আমজাদ উদ্দিন।
‘নাগরিক সমাবেশ’এর আলোচনায় আর কোন বক্তা ছিলেন না।
 
বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৫
এসএস/আব্বাস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।